বিনোদন

সপরিবারে করোনা আক্রান্ত কোয়েল মল্লিক

অভিনেত্রী কোয়েল মল্লিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার বাবা অভিনেতা রঞ্জিত মল্লিক, মা, এবং স্বামী নিসপাল সিংহ রানেও করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার এক টুইটে কোয়েল নিজেই এই খবর জানিয়েছেন।

টুইটারে কোয়েল লিখেছেন, ‘মা, বাবা, রানে এবং আমি কোভিড ১৯ টেস্টে পজিটিভ …… সেল্ফ কোয়ারেন্টাইনে।’

মল্লিক পরিবারের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরেই তাদের মধ্যে করোনার উপসর্গ দেখা গিয়েছিল। হাল্কা শ্বাসকষ্ট ও জ্বর ছিল । পরীক্ষার জন্য তাদের লালরসের নমুনা সংগ্রহ করা হলে রিপোর্ট পজিটিভ আসে। এই খবর প্রকাশ হওয়ার পর সবার মুখে একটাই প্রশ্ন, কোয়েলের সদ্যজাত সন্তানের তাহলে কী অবস্থা?

কোয়েলের স্বামী নিসপাল সিং রানে এই প্রশ্নের জবাব দিয়েছেন। সবাইকে আশ্বস্ত করে তিনি জানান, আমি, কোয়েল এবং শ্বশুর-শাশুড়িরসহ মোট চারজনের করোনা রিপোর্ট পজিটিভ আসলেও আমাদের শিশু সন্তান সুস্থ আছে। ওর রিপোর্ট নেগেটিভ এসেছে। এই মুহূর্তে আমার মা-বাবা ওর দেখাশোনা করছে। আমাদের দুই পরিবারের সবারই করোনা টেস্ট করানো হয়েছিল।’

রঞ্জিত মল্লিক জানান, ‘এটা লুকোচুরির বিষয় নয়। মানুষের সচেতন হওয়া দরকার, তাই আমরাও বিষয়টা সকলকে জানিয়েছি। আমি এবং স্ত্রী গলফ ক্লাব রোডের বাড়িতে রয়েছি। কোয়েল আর নিসপাল রয়েছে বালিগঞ্জের বাড়িতে। তবে ওদের সন্তান সুস্থ রয়েছে। আশাকরি সবাই সুস্থ হয়ে যাবে।’