করোনামুক্ত হয়েছেন কোয়েল মল্লিক এবং তার পরিবারের সদস্যরা। রোববার টুইট করে কোয়েল জানিয়েছেন, তারা সবাই এখন করোনামুক্ত এবং সুস্থ আছেন।
শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়ে কোয়েল টুইট করে বলেন, ‘প্রত্যেকের ভালোবাসা ও প্রার্থনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার মতো কোনো শব্দ নেই আমাদের কাছে। আমরা প্রত্যেকে সেরে উঠেছি। কোভিড-১৯ টেস্ট রিপোর্টও নেগেটিভ এসেছে সবার।’ এর আগে গত ১০ জুলাই এক টুইট বার্তায় কোয়েল মল্লিক লিখেছিলেন, ‘বাবা, মা, রানে (কোয়েল মল্লিকের স্বামী নিসপাল সিং রানে) ও আমার কোভিড-১৯ টেস্টের ফলাফল পজিটিভ। আমরা এখন সেলফ কোয়ারেন্টাইনে আছি।’ করোনার মধ্যেই গত মে মাসে পুত্রসন্তানের মা হন কোয়েল মল্লিক। এরপর স্বামী-সন্তান নিয়ে বাবার বাড়ি অবস্থান করছিলেন তিনি। এর মধ্যে তাদের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে।