ব্রেকিং নিউজ রাজ্য

জানুন কোথায় কবে বৃষ্টি, কেমন থাকবে আবহাওয়া

বৃষ্টির সম্ভাবনা বেশ কয়েকটি জেলায়। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা ও বাতাসে আর্দ্রতার পরিমাণ। আজ বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সিকিম থেকে ছত্তিশগড় পর্যন্ত অক্ষরেখার অবস্থানে পরিবর্তন হয়েছে । ফলে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে ঢুকছে বাংলায়। যার জেরেই প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘলা থাকবে। আজ থেকে সেই মেঘের বর্ষণ হতে পারে বলে খবর। আজ কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩৭° সেলসিয়াস এবং ২৬°সেলসিয়াসের মধ্যে থাকবে। আগামীকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৭° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫° সেলসিয়াস।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, আজ উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং এবং কালিম্পং-এ হতে পারে মাঝারি বৃষ্টি। উত্তরবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশ কিছুটা বেশিই থাকবে।

পাশাপাশি, দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। বাড়বে দক্ষিণবঙ্গের তাপমাত্রাও৷ এদিকে রবিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এবং নদিয়ায় বজ্রবিদ্যুত্‍-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। বাকিদিন এই জেলাগুলিতে আকাশ মূলত মেঘলা থাকবে। দুপুরের দিকে রোদের তাপমাত্রা বেশি থাকায় অস্বস্তিকর গরম থাকবে তবে সকাল এবং রাতের দিকে বেশ মনোরম আবহাওয়া থাকবে।