রাখী বন্ধন উত্সব ভাই এবং বোনের ভালবাসাকে প্রতিফলিত করে। প্রতি বছর শ্রাবণ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে পালিত হয় রাখী বন্ধন উত্সব। কেউ কেউ বলছেন ৩০ অগাস্ট অর্থাত্ আজ ভদ্রা সারাদিন থাকবে, তাই রাখি বাঁধা হবে ৩১ অগাস্ট অর্থাত্ আগামীকাল। অন্যদিকে, জ্যোতিষীদের মতে, ভদ্রা হলেও ৩০ অগাস্ট রাখি বাঁধা যেতে পারে।
শাস্ত্র মতে, শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে বিকেলে রাখি বাঁধা উচিত, তবে ভাদ্র তিথিতে বিকেল হলে সেই সময়ে রাখি বাঁধা উচিত নয়। এবার ভাদ্র শুরু হবে ৩০ অগাস্ট সকাল ১০.৫৯ মিনিটে পূর্ণিমা তিথি দিয়ে। ৩০ অগাস্ট অর্থাত্ আজ রাত ৯.০২ মিনিটে ভাদ্র শেষ হবে।
কিন্তু, এটাও জানা জরুরি যে ভদ্রা কী, যাতে কোনও শুভ কাজ হয় না। এবার যখন পূর্ণিমা তিথি হচ্ছে, ভদ্রাও শুরু হবে একই সময়ে। আজ সকাল ১০টা ৫৯ মিনিটে পূর্ণিমা তিথি শুরু হবে এবং আগামীকাল ৩১ অগাস্ট সকাল ৭টা ৫৯ মিনিটে শেষ হবে পূর্ণিমা তিথি।
৩০ অগাস্ট অর্থাত্ আজকে রাখি বাঁধতে চাইলে আপনি রাত ৯টা বেজে ২০ মিনিট পরে বাঁধতে পারেন। যারা কোনও কারণে আজ অর্থাত্ ৩০ অগাস্ট রাখি বাঁধতে পারবেন না, তারা ৩১ অগাস্ট সকাল ৭টা ৫ মিনিটে রাখি বাঁধতে পারেন। কারণ, এর পর পূর্ণিমা শেষ হবে। রাখি বাঁধার শুভ সময় হবে ১০ ঘণ্টা।