ব্রেকিং নিউজ লাইফস্টাইল

দোলের রঙ কিভাবে তুলবেন, জেনে রাখুন

রঙ খেলার পর যতই ক্লান্ত থাকুন না কেন আগে ত্বক আর চুল ভালো করে পরিষ্কার করে নেবেন। কারণ রং শরীরের জন্য ক্ষতিকর।

অনেকেই মনে করেন রং তুলতে ঈষদুষ্ণ জল নাকি বেশি কাজ করে।তবে বিশেষজ্ঞদের মতে,এটি একটি ভুল ধারণা।তাঁদের মতে,গরম জল দিয়ে রং তুলতে গেলে উল্টে তা ত্বকে চেপে বসে যাবে।রং খেলার পর প্রথমেই ঠান্ডা জলের ঝাপটা দিয়ে দিয়ে মুখ ধুয়ে নিন।ত্বকের উপর থেকে আলগা রং ধুয়ে বেরিয়ে যাবে।

যাদের ত্বকে একটুতেই অ্যালার্জি হয় তাঁদের তো একটু বাড়তি সতর্কতা নিতেই হবে। এই কারণের জন্যই বিশেষজ্ঞরা অর্গানিক রং ব্যবহার করার পরামর্শ দেন।তাঁদের মতে রং খেলার পর ত্বক পরিষ্কার জলে ধুয়ে নেওয়া দরকার। যদি ত্বক জ্বালা করে বা অ্যালার্জি দেখা দেয়,তখন সুতির পাতলা কাপড় মুড়ে বরফ লাগাতে পারেন।

দোল খেলার পর স্নানের সময় ভালো কোনো ভেষজ শ্যাম্পু আর বডি ওয়াশ ব্যবহার করুন।দু চামচ আমন্ড বাদামের গুঁড়োর সঙ্গে এক চামচ ব্রাউন সুগার আর মধু,লেবুর রস মিশিয়ে তা স্ক্রাব করে নিন।মুখের সঙ্গে সারা শরীরে এই স্ক্রাব ব্যবহার করতে পারেন।রং উঠে যাবে সহজেই।

মুলতানি মাটির সঙ্গে পেঁপে আর মধু মিশিয়ে নিন।যেসব জায়গায় রং বসে গিয়েছে, সেখানে এই মিশ্রণটি ভালো করে লাগিয়ে স্ক্রাব করে নিন।রং একেবারে না উঠলেও অনেক টা পরিমাণের রং ত্বক থেকে উঠে যাবে।

লেবুর মধ্যে সাইট্রিক অ্যাসিড থাকে যা রং তুলতে খুব ভালো কাজ করে।লেবুর রস আর মধু একসঙ্গে মিশিয়ে মুখে লাগিয়ে নিন ,রং তো উঠবেই সাথে ত্বকের জেল্লাও বেড়ে যাবে।