বিজ্ঞান-প্রযুক্তি ব্রেকিং নিউজ

কীভাবে চার্জ দিলে স্মার্টফোনের ব্যাটারি ভালো থাকবে, জানুন

দামি হোক বা ব্র্যান্ডেড বর্তমানে মোবাইল ফোনের একটাই সমস্যা, ব্যাটারির সমস্যা ৷সে নতুন ফোন হোক কিংবা পুরনো ফোন হোক। ব্যাটারি বেশিদিন টেকে না। আপনার মোবাইলে রোজ ১০০ শতাংশ করে চার্জ দেওয়ার পরেও কিছুক্ষণ ব্যবহার করার পরেই কি চার্জ অতি দ্রুত কমে যেতে থাকে।

আপনি কি জানেন কেন এমন হয়? সঙ্গে এও জেনে রাখুন কীভাবে চার্জ দিলে স্মার্টফোনের ব্যাটারি ভালো থাকবে।

১. স্মার্টফোনে সম্পূর্ণ মানে ১০০ শতাংশ চার্জ হয়ে যাওয়ার পরেও চার্জ দেবেন না।

২. কখনওই একেবারে ১০০ শতাংশ চার্জ দেবেন না। এতে ভোল্টেজের তারতম্য ফোনের ব্যাটারিতে প্রভাব ফেলে। তাই যখনই সময় পাবেন, একটু করে চার্জ দিয়ে নেবেন।

৩. ফোনটিকে ঠান্ডা রাখুন। খেয়াল রাখবেন যেন গরম না হয়ে যায়। ফোনে যে কভার বা জ্যাকেট ব্যবহার করবেন, খেয়াল রাখবেন যেন তা ফোনকে গরম না করে দেয়। রোদে বেরনোর সময়ে ফোনটিকে কভার করে রাখুন। এতে ব্যাটারি ভালো থাকবে।