খেলাধুলা ব্রেকিং নিউজ

লিটন দাসের পরিবর্ত হিসেবে ক্যারিবিয়ান ব্যাটার জনসন চার্লসের ওপর ভরসা রাখছে নাইটরা

এবার আরও একজন ক্যারিবিয়ানকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশের উইকেটকিপার লিটন দাসের বদলি হিসেবে ৫০ লাখ রুপিতে জনসন চার্লসকে দলে নিয়েছে কলকাতা।

এবারই প্রথম আইপিএলে খেলেছেন লিটন। আয়ারল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে হওয়া সিরিজের কারণে লিটন কলকাতায় যোগ দেন পরে। পরপর তিন ম্যাচ একাদশের বাইরে থাকার পর ২০ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে আইপিএলে অভিষেক হয় লিটনের। সে ম্যাচে কিছুই করতে পারেননি লিটন। ব্যাট হাতে ৪ রানে আউট হওয়ার পর উইকেটকিপিংয়েও সহজ সুযোগ মিস করেন তিনি। এরপরের ম্যাচগুলোয় আর সুযোগ হয়নি তাঁর।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা এই ক্রিকেটার এবারই প্রথম আইপিএল খেলবেন। আন্তর্জাতিক ক্রিকেটেও দুর্দান্ত ছন্দে আছেন চার্লস। গত মার্চেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৯ বলে সেঞ্চুরি করেছেন এই ক্যারিবিয়ান।
মূলত ওপেনার হলেও মিডল অর্ডারেও ব্যাটিং ভালোই করেন এই ব্যাটসম্যান।

এর আগে জরুরি পারিবারিক কারণে আইপিএল থেকে নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরে এসেছিলেন লিটন। কলকাতা দলের মিডিয়া বিভাগ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছিল, ‘২৮ এপ্রিল, শুক্রবার, জরুরি পারিবারিক কারণে লিটন দাসকে বাংলাদেশে ফিরে যেতে হয়েছে। এই কঠিন সময় পেরিয়ে যেতে তাঁর ও তাঁর পরিবারের জন্য আমাদের শুভকামনা।’

এমনিতেও এই মাসে ইংল্যান্ডে অনুষ্ঠেয় আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের আগেই লিটনের আইপিএল ছাড়ার কথা ছিল। তবে লিটন ফিরেছেন সেই নির্ধারিত সময়ের আগেই।