রাজ্য

কলকাতার ১৬টি এলাকা সিল করছে পুরসভা

কলকাতায় পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। গত কয়েকদিনে সেই সংখ্যাটাও দ্রুত গতিতে বাড়ছে। এই সপ্তাহেই দৈনিক ২০০ জন করে গড়ে মানুষ আক্রান্ত হয়েছেন কলকাতায়। আনলক পর্ব শুরু হতেই এই করোনা ছড়িয়ে পড়েছে। তারই মধ্যে অভিযোগ উঠেছে কলকাতা পুরসভার পক্ষ থেকে হাইড্রোঅক্সিক্লোরোকুইন খাওয়ানো হচ্ছে শহরবাসীকে।
এদিকে ঝুঁকি না নিয়ে অতিসংক্রমিত এলাকাগুলিতে ফের কড়া নজরদারি শুরু করতে চলেছে কলকাতা পৌরসভা। ইতিমধ্যেই পুরসভার স্বাস্থ্য বিভাগ একটি রিপোর্ট জমা দিয়েছে স্বাস্থ্য দপ্তরের কাছে। সেই রিপোর্ট অনুযায়ী, কলকাতার ১৬টি জায়গা অতিসংক্রমিত হিসেবে চিহ্নিত হয়েছে। সেখানে নতুন করে কড়া বিধিনিষেধ চালু করতে বলা হয়েছে।
যদিও অতীনবাবুর দাবি, একটি বাড়িতে একজন সদস্য আক্রান্ত হলে বাড়ির ভেতরে শারীরিক দূরত্বের নিয়মকানুন পালন করা হচ্ছে না। ফলে বাড়িতে আক্রান্ত একজন হলে সেখানে কিছুদিনের মধ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে তিন–চারজন হয়ে যাচ্ছে। কনটেনমেন্ট জোন নিয়ে নতুন পরিকল্পনা করেছে পুরসভা। নতুন পরিকল্পনা অনুযায়ী, এখন থেকে শুধু বাড়ি নয়, বাড়ির সামনে রাস্তাও সিল করে দেওয়া হবে।
সূত্রের খবর, শহরে অতিমাত্রায় সংক্রমিত এলাকাগুলি রয়েছে কাশীপুর, উল্টোডাঙা, শ্যামপুকুর, বাগবাজার, মানিকতলা, বেলগাছিয়া, বেলেঘাটা, বিডন স্ট্রিট, গিরিশ পার্ক, বিবেকানন্দ রোড, রামমোহন সরণি, কলেজ স্ট্রিট, তপসিয়া, মনোহরপুকুর রোড, গড়িয়াহাট রোড, এজেসি বোস রোডে। এই সব এলাকা পুরোপুরি সিল করে দিয়ে আবার প্রথম দফায় লকডাউনের কড়াকড়ি আরোপ করা হবে।