কলকাতায় টিকাকরণে নয়া নিয়ম। এখন সব টিকাকেন্দ্রে মিলবে প্রথম ও দ্বিতীয় ডোজ। টিকা মিলবে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। কোভিশিল্ড ও কোভ্যাক্সিন দুটি ডোজই মিলবে। তবে এবার থেকে ‘ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ’ নীতিতে চলবে টিকাকরণ। মঙ্গলবার সকাল থেকে পুরসভার ভ্যাকসিন সেন্টারগুলোতে চলছে ভ্যাক্সিনেশন।
ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এই নিয়মেই ভ্যাকসিন দেওয়া হবে জানিয়েছেন পুর আধিকারিক। কলকাতার বিভিন্ন পুরসভার কেন্দ্রগুলিতে সকাল থেকেই চোখে পড়ছে লম্বা লাইন। পুরসভার এই নতুন নিয়ম অনেকের কাছেই অজানা। অনেকেই জানতে পারছে নতুন নিয়মের কথা। তৃতীয় ঢেউয়ের ভ্রূকুটি রয়েছে বাংলায়। তাই আগেভাগেই টিকাকরণে গতি আনতে চাইছেন আধিকারিকরা।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ মেনে জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে গঠিত বিশেষজ্ঞদের একটি কমিটি রিপোর্ট জমা দিয়েছে। তৃতীয় ঢেউ এলে কোভিড আক্রান্ত শিশুদের চিকিৎসায় রাজ্য কতটা প্রস্তুত, তার সবিস্তার বিবৃতি দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর।
রাজ্যের জেলা স্তর পর্যন্ত হাসপাতালগুলিতে বেড ও সিসিইউ-এর পরিষেবা বাড়ানো হচ্ছে। এখনও পর্যন্ত ১৫৫০ টি সিসিইউ বেডের ব্যবস্থা করা হয়েছে। ২৮৪টি পিআইসিইউ বেড, ২৭০টি এনআইসিইউ বেডের ব্যবস্থা করা হয়েছে। সিসিইউ, পিআইসিইউ, এনআইসিইউ—সব মিলিয়ে ২৩৪৮টি বেডের ব্যবস্থা করা হয়েছে। পর্যাপ্ত পরিমাণ চিকিত্সক, নার্স ও স্বাস্থ্যকর্মীর ব্যবস্থা করা হয়েছে। থাকছেন বিশিষ্ট শিশু বিশেষজ্ঞরাও। মেডিক্যাল কলেজগুলিতে বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ও জেনারেল ফিজিশিয়ানের একটি করে কমিটি গঠন করা হয়েছে।