রাজ্য

স্বাস্থ্য–পরীক্ষা ছাড়াই খাওয়ানো হচ্ছে হাইড্রোক্সিক্লোরকুইন

কোনওরকম স্বাস্থ্য পরীক্ষা না করেই রাজ্যবাসীকে হাইড্রোক্সিক্লোরকুইন খাওয়াচ্ছে কলকাতা পুরসভা। এবার এই অভিযোগ উঠতে শুরু করেছে। এমনকী যতদিন করোনার ওষুধ না বেরোচ্ছে ততদিন পর্যন্ত হাইড্রোক্সিক্লোরকুইন খেতে হবে বলে নাকি ওষুধ খাওয়াচ্ছে কলকাতা পুরসভা। আর সেই ওষুধ খেয়ে পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে অনেকের, আর যাঁরা খাচ্ছেন না, তাঁদের নাকি আবার নামও লিখে নিয়ে যাওয়া হচ্ছে।
এই অভিযোগ উঠেছে স্বয়ং বিদায়ী মেয়র ফিরহাদ হাকিমের এলাকা চেতলা থেকে। সেখানেই তাঁর বাড়ি। চেতলার কয়েকজন বাসিন্দা প্রথম অভিযোগ করেন, কলকাতা পুরসভা সাফাইকর্মী–সহ তাঁদের বেশ কয়েকজন কর্মীকে এই ওষুধ খাইয়েছে। বেশ কিছু এলাকায় হাইড্রক্সিক্লোরকুইন বিলি করা হচ্ছে। চেতলার বাসিন্দাদের অভিযোগ, আশা কর্মীরা আসছেন। যাঁদের এই ওষুধ সমন্ধে কোন প্রাথমিক জ্ঞানটুকু নেই, তাঁরাই বিলি করছেন এই ওষুধ। অথচ এই ভারী ওষুধ দেওয়ার আগে ও পরে কোনওরকম স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে না। ফলে যে কোনও সময় যা খুশি ঘটতে পারে।
নামপ্রকাশে অনিচ্ছুক চেতলার এক বাসিন্দার কথায়, বিনামূল্যে ওই ওষুধ পেয়ে অনেকেই সেগুলি খেয়ে ফেলছেন। যার জেরে শুরু হয়েছে পার্শপ্রতিক্রিয়া। অন্য এক বাসিন্দার অভিযোগ, ওষুধ না খেতে চাইলে নাম লিখে নিয়ে যাচ্ছে। যদিও এভাবে পুরসভা কোন নির্দেশ দেয়নি বলেই দাবি করেছেন প্রাক্তন মেয়র পারিষদ অতীন ঘোষ। তিনি জানান, চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধ কাউকে খেতে বলা হয়নি।