ভবানীভবনে আত্মসমর্পণ করলেন কেএলও-র শীর্ষ নেতা কৈলাস কোচ ওরফে কেশব রায়। সঙ্গে ছিলেন তার স্ত্রীও। কেএলও আন্দোলনের সঙ্গে যুক্তদের মূলস্রোতে ফেরাতে ইতিমধ্যেই ঘোষণা করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি ও উন্নয়নের ধারা দেখেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলেই জানালেন তিনি।
চেয়ারম্যান জীবন সিংয়ের পর কেএলও-র সেকেন্ড ইন কমান্ড ছিল এই কৈলাস কোচ ওরফে কেশব রায়। দীর্ঘদিন ধরে জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল সে। রাজ্যের একাধিক নাশকতা মামলায় অভিযুক্ত কৈলাস। এমনকী, তাঁর সন্ধান দিতে পারলে আর্থিক পুরস্কার ঘোষণাও করেছিল পুলিস। সেই কৈলাস কোচ ওরফে কেশব অবশেষে আত্মসমপর্ণ করল। কেন?
এদিন ভবানী ভবনে রাজ্য পুলিসের শীর্ষকর্তাদের পাশে বসে কৈলাস বলেন, ‘আমি ও আমার স্ত্রী সাধারণ জীবনে ফেরার জন্য সমাজের মূলস্রোতে ফিরে আসলাম এবং আত্মসমপর্ণ করলাম। ১৬ বছর ধরে সশস্ত্র আন্দোলন করলাম। আন্দোলন করে বুঝতে পারলাম, হিংসার পথে কোনও উন্নয়ন সম্ভব নয়। আমার যেসব বন্ধু, ভাইয়েরা এখনও জঙ্গলে অস্ত্র ধরে আছে, তাদেরও আহ্বান করি, অস্ত্র ছেড়ে দিয়ে ফিরে আসুক’। এদিন নিজের বক্তব্য জানানোর পর ডিজি মনোজ মালব্যর হাতে বন্দুক তুলে দেন কৈলাস।