বিনোদন

কে কে মেনন পেলেন আন্তর্জাতিক স্বীকৃতি

আন্তর্জাতিক ক্ষেত্রেও স্বীকৃতি পেলেন বলিউড অভিনেতা কে কে মেনন। ‘দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এ অন্যতম ভার্সেটাইল অভিনেতার সম্মান পেলেন তিনি। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিনেতাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।

‘দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এ মোস্ট ভার্সেটাইল অভিনেতা হিসাবে স্বীকৃতি পাওয়ার কথা কেকে মেনন নিজেই ইনস্টাগ্রামে জানিয়েছেন। স্মারকের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে পুরস্কার দাতাদের ধন্যবাদ জানিয়েছেন অভিনেতা। কে কে মেনন যে ছবিটি শেয়ার করেছেন তাতে লেখা ‘মোস্ট ভার্সেটাইল অ্যাক্টর’ ‘অনার্ড টু কেকে মেনন’, প্রেজেন্টেড বাই দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। এই পোস্টের নিচে তারকা থেকে অনুরাগীরা তাঁকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন।

প্রসঙ্গত অভিনেতা কেকে মেনন ৩০ বছরের কেরিয়ারে একাধিক ভালো ছবি উপহার দিয়েছেন। যার মধ্যে ২০০৫ সালে মুক্তি পাওয়া রামগোপাল ভর্মার ‘সরকার’ ছবিটি অন্যতম। এছাড়াও অভিনয় করেছেন ‘লাইফ ইন অ্যা মেট্রো’, ‘হায়দার’ সহ অসংখ্য ছবিতে। তবে শুধু হিন্দি নয়, তেলুগু, গুজরাটি ছবিতেও কেকে মেনন কাজ করেছেন।