ব্রেকিং নিউজ রাজ্য

KK Death Controversy: ‘কে.কে মরেনি, উনি খুন হয়েছেন’

কেকে-র অস্বাভাবিক মৃত্যু নিয়ে পুলিশে দায়ের হয়েছে অভিযোগ। পাশাপাশি উঠে আসছে কলকাতার নজরুল মঞ্চের কিছু অব্যবস্থার ছবি। শোনা যাচ্ছে, অনুষ্ঠানের প্রায় দুদিন আগে থেকে এ.সি. বন্ধ ছিল, যা সারানোও হয়নি। পাশাপাশি নজরুল মঞ্চের ধারণক্ষমতার চেয়ে বেশী লোক ঢুকিয়ে দম বন্ধ পরিস্থিতি তৈরী করার অভিযোগ উঠেছে। এসি বন্ধ থাকায় হাঁসফাঁস পরিস্থিতিতে কেকে একাধিকবার অনুরোধ করেন স্টেজের স্পটলাইট কমিয়ে দেওয়ার জন্য। অনুষ্ঠান চলাকালীন উদ্যোক্তাদের একটা বড় অংশ স্টেজের দুপাশে দাঁড়িয়ে থেকে একটা জমায়েত সৃষ্টি করেছিল। একাধিক ফুটেজে দেখা গিয়েছে কেকে বারবার তোয়ালে দিয়ে ঘাম মুছছেন এবং জল খাচ্ছেন।

অনুষ্ঠানের কনট্র্যাক্ট থাকায় শরীর খারাপ করা সত্ত্বেও টানা অনুষ্ঠান করে যান তিনি। ‘কে.কে মরেনি, উনি খুন হয়েছেন’, এই অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অরিত্র দত্ত বণিক।

সোশ্যাল মিডিয়ায় অরিত্র লিখেছেন, ‘অকেজো এয়ার কন্ডিশন, অতিরিক্ত ভিড়, ভুল লাইট ডিজাইন ও তার অপারেশন, পারফরম্যান্স চলাকালীন অত্যাচার, রিস্ক ম্যানেজমেন্ট এর কোনো পরিকল্পনা না থাকা, ইভেন্ট সাইটে হেলথ কন্ডিশন মনিটরিং এর ব্যবস্থা না থাকা, অপ্রয়োজনীয় কারণে ভুল হাসপাতালে ভর্তি করা এগুলো কোনোটাই ময়নাতদন্তে আসবে না। আমার বহু চিকিৎসক বন্ধু এই মুহুর্তে কে.কে র শবদেহের সংস্পর্শে আছেন তাদের বলব, দয়া করে মিডিয়ার প্রতাপে সত্যিটা চাপা পড়ে যেতে দিওনা, পাড়ায় পাড়ায় গজিয়ে ওঠা মিথ্যেবাদী PR, Event Management, Talent Management কোম্পানিগুলির এই অব্যবস্থা ও পাকামো আজকে অকালে একজন শিল্পীকে বিনাদোষে কেড়ে নিল।’