Kitchen locked down due to poor gas supply.
ব্রেকিং নিউজ রাজ্য

গ্যাসের আকালে লকডাউন হেঁসেলে!‌

এবার গোদের ওপর বিষফোঁড়া হয়ে দাঁড়াল গ্যাসের আকাল! আসলে গ্যাস আছে। কিন্তু পৌঁছে দেওয়ার কেউ নেই। মাস্ক বা পোশাক না পেলে ডেলিভারি করার দায়িত্বে থাকা ছেলেরা পাড়ায় বা বাড়িতে গ্যাস দিতে যাবেন না বলে বেঁকে বসেছেন। ফলে দেখা দিয়েছে নতুন সংকট। লকডাউন পিরিয়ডেও জরুরি পরিষেবা মিলবে। আশ্বস্ত করেছে প্রশাসন। কিন্তু অনেকরই অভিযোগ, গ্যাস বুকিং করেছেন। অথচ বাড়িতে গ্যাস পৌঁছচ্ছে না। বাড়িতে রান্নাবান্না বন্ধ হওয়ার উপক্রম।
করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় গ্যাস ডেলিভারি বয়রা মাস্ক ও পোশাক ছাড়া বাড়িতে বাড়িতে যেতে নারাজ। তাঁদের দাবি উপযুক্ত নিরাপত্তা দিতে হবে। মাস্ক ও পোশাক দিতে হবে। তবেই তাঁরা পাড়ায় পাড়ায় ঘুরে বাড়ি বাড়ি গ্যাসের সিলিন্ডার পৌঁছে দেবেন। না হলে নয়। এই কারণেই বাড়ি বাড়ি গ্যাস দেওয়া বন্ধ হয়ে গিয়েছে বিগত ৩ থেকে ৪ দিন ধরে। এমনই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন উত্তর কলকাতার বিস্তীর্ণ অংশের মানুষ।
এই পরিস্থিতি তৈরি হওয়ায় জেলা–সহ শহরের বাসিন্দারা পড়েছেন সমস্যায়। ডানলপের কাছে ডিস্ট্রিবিউটারের কাছে গ্যাসের ট্রাক এলে ঘিরে ধরে গ্রাহকরা। তারপর দেখা যায়, কেউ সাইকেলে করে, কেউ বা নিজেই কাঁধে চাপিয়ে, কেউ রাস্তায় গড়িয়ে গড়িয়ে, কেউ আবার বেশি ভাড়ায় রিকশা জোগাড় করে গ্যাস নিয়ে বাড়ির পথে রওনা দিয়েছেন।