বাংলাদেশে করোনা পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। এখন মোট আক্রান্তের সংখ্যা ৬৭ হাজারে এসে দাঁড়িয়েছে। একইসঙ্গে দীর্ঘ হচ্ছে মৃত্যু মিছিল। গোদের উপরে বিষফোঁড়া হয়ে দেখা দিয়েছে সরকারি হাসপাতালে কিট সংকট। কিটের অভাবে করোনা টেস্ট বন্ধ হয়ে গিয়েছে কুমিল্লা মেডিক্যাল কলেজে। সবমিলিয়ে এখন হইহই কাণ্ড শুরু হয়ে গিয়েছে পদ্মাপারে।
সরকারি সূত্রের খবর, প্রত্যেকদিন কুমিল্লায় অন্তত ৩৯০টি নমুনা সংগ্রহ করে প্রশাসন। অথচ কুমিল্লা মেডিক্যাল কলেজে ১৮০টি নমুনা পরীক্ষা করার পরিকাঠামো আছে। ফলে সেই সংখ্যক নমুনা সেখানে পাঠানো হয়। আর নমুনা পাঠানো হয় ঢাকার আইসিডিডিআরবি–তে। বাকিগুলি পরের দিনের পরীক্ষার জন্য রেখে দেওয়া হয়। সুতরাং নমুনা জমে যাচ্ছে। এখন নতুন করে নমুনাও সংগ্রহ করা হচ্ছে না। কিট এলে ফের নমুনা পরীক্ষা শুরু হবে বলে জানিয়ে দিয়েছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।
সূত্রের খবর, কুমিল্লার বাইরে ঢাকা এবং চট্টগ্রামের বেশ কিছু ল্যাব নতুন করে আর নমুনা নিতেও চাইছে না। ফলে মাথায় হাত প্রশাসনিক কর্মকর্তাদের। একদিনে আরও ২ হাজার ৭৪৩ জনের শরীরে করোনার উপস্থিতি ধরা পড়েছে। ফলে মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৬৫ হাজার ৭৬৯ জন। বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরকে ইতিমধ্যে করোনা রেড–জোন ঘোষণা করা হয়েছে। সে দেশে লকডাউন প্রত্যাহারের পরই লাফিয়ে বেড়েছে রোহিঙ্গা শিবিরে করোনা আক্রান্তের সংখ্যা। বিশ্বের বৃহত্তম রোহিঙ্গা শরণার্থী শিবিরের ঘিঞ্জি পরিবেশে মারণ–ভাইরাসের প্রার্দুভাব ঠেকাতে ফের সংশ্লিষ্ট এলাকায় লকডাউন ও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।