চলে গেলেন বিখ্যাত ক্রীড়া সাংবাদিক কিশোর ভিমানি। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত মাসে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। কিন্তু সুস্থ হয়ে আর বাড়ি ফেরা হল না। বৃহস্পতিবার সকালে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন স্বনামধন্য এই ক্রীড়া সাংবাদিক।
স্ত্রী রিতা এবং পুত্র গৌতম ভিমানিকে রেখে গেলেন তিনি। বিভিন্ন রকম খেলার প্রতি অসাধারণ জ্ঞান এবং আগ্রহের কারণে ভারতীয় ক্রীড়া সাংবাদিকতার দুনিয়ায় সর্বকালীন উজ্জ্বলতমদের অন্যতম ছিলেন কলকাতার বাসিন্দা কিশোর ভিমানি। ‘দ্য স্টেটসম্যান’ পত্রিকার সঙ্গে তিনি দীর্ঘদিন কর্মসূত্রে যুক্ত ছিলেন।
মিডিয়া এবং কমেন্ট্রি ক্ষেত্রে দীর্ঘ কয়েক দশকের অবদানের স্বীকৃতি হিসেবে পেয়েছেন একাধিক সম্মান ও পুরস্কার। ২০১৩ সালে একটি বেসরকারি প্রতিষ্ঠানের তরফে তাঁকে লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে ভূষিত করা হয়েছিল। তাঁর হাতে সেই পুরস্কার তুলে দিয়েছিলেন রবি শাস্ত্রী। কিশোর ভিমানি বইও লিখেছেন। তাঁর শেষ প্রকাশিত উপন্যাস ‘দ্য অ্যাক্সিডেন্টাল গডম্যান’ বহুলপাঠ্য হয়ে উঠেছিল।
বর্ষীয়ান এই ক্রীড়া সাংবাদিকের মৃত্যুর খবরে বহু বিশিষ্ট ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন। ট্যুইটারে এক শোকবার্তায় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন লিখেছেন, কিশোর ভিমানি বিদায়। তিনি একজন ক্রীড়া সাংবাদিক এবং প্রকৃত অর্থে কলকাতাকে ভালবাসতেন। ভারতীয় তথা আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বে দীর্ঘ কাল সম্ভ্রমের সঙ্গে উচ্চারিত হয়েছে কিশোর ভিমানির নাম।