দেশ লিড নিউজ

দেশের শ্রেষ্ঠ পর্যটন গ্রামের স্বীকৃতি পেল কিরীটেশ্বরী

দেশের শ্রেষ্ঠ পর্যটন গ্রামের স্বীকৃতি পেল মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকের কিরীটেশ্বরী গ্রাম। বাংলার মুকুটে নয়া পালক। কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের বিচারে দেশের ‘সেরা পর্যটন গ্রাম’ কিরীটেশ্বরী।

বিদেশ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বৃহস্পতিবার দুপুরে তাঁর এক্স হ্যান্ডেলে জানিয়েছেন ভারতের সরকারের পর্যটন দপ্তর মুর্শিদাবাদ জেলার কিরীটেশ্বরী গ্রামকে দেশের শ্রেষ্ঠ পর্যটন গ্রাম ২০২৩ প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্বের শিরোপা প্রদান করেছে।

২০২৩ সালের এই প্রতিযোগিতায় গোটা দেশ থেকে ৭৯৫ টি আবেদনপত্র জমা পড়েছিল। সকল আবেদনকারীকে পেছনে ফেলে নবগ্রামের কিরীটেশ্বরী গ্রাম এই প্রতিযোগিতায় বিজয়ী হওয়াতে খুশির ছোঁয়া আজ গোটা গ্রাম জুড়ে।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী ২৭ সেপ্টেম্বর নতুন দিল্লিতে কেন্দ্রীয় পর্যটন দপ্তরের তরফ থেকে এই পুরস্কার তুলে দেওয়া হবে। ভারতের শ্রেষ্ঠ পর্যটন গ্রাম হওয়ার জন্য মুখ্যমন্ত্রী কিরীটেশ্বরী গ্রামের সমস্তবাসিন্দাকে অভিনন্দন জানিয়েছেন তাঁর এক্স হ্যান্ডেলে।

সতীর ৫১ পীঠের অন্যতম পিঠ হিসেবে পরিচিত মুর্শিদাবাদ জেলার কিরীটেশ্বরী গ্রাম। কথিত আছে, সতীর মাথার ঊর্ধ্ব ললাটের অংশ বা করোটি এখানে পড়েছিল বলে এই গ্রামের নাম হয়েছে কিরীটেশ্বরী। বহু বছর আগে দেবীর মূল মন্দির তৈরি হলেও সময়ের সাথে সাথে তা কালের গর্ভে বিলীন হয়ে গেছে। আজ থেকে প্রায় ৩০০ বছর আগে রানী ভবানী বর্তমান মন্দিরটি নির্মাণ করে দেন। আট চালা মন্দিরে বৌদ্ধ-ইসলামিক এবং হিন্দু স্থাপত্যের মিশেল দেখতে পাওয়া যায়।