আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

করোনা পরিস্থিতি সামাল দিতে সেনা নামাচ্ছে কিম জং উন

কোভিড সংক্রমণে বিধ্বস্ত উত্তর কোরিয়া। দিন যত এগোচ্ছে ততই খারাপ হচ্ছে উত্তর কোরিয়ার করোনা পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় আরো খারাপ হয়েছে উত্তর কোরিয়ার কোভিড পরিস্থিতি। সংক্রমিত হয়েছেন প্রায় দশ লক্ষেরও বেশি। ২৪ ঘণ্টায় গত সোমবার পর্যন্ত উত্তর কোরিয়ায় প্রায় ৫০ জনের মৃত্যু হয়েছে করোনায়। করোনার মারণ থাবায় প্রতিবেশী শক্তিধর রাষ্ট্র এখন চরম দুঃসময়ের মধ্যে পড়েছে। সমগ্র উত্তর কোরিয়া জুড়ে এই ভয়াভয় করোনা পরিস্থিতি সামাল দিতে রাষ্ট্রে এবার সেনাকে কোভিড মোকাবিলার কাজে লাগানোর সিদ্ধান্ত নিলেন উত্তর কোরিয়ার প্রশাসনিক প্রধান কিম জং উন।যুদ্ধকালীন তৎপরতায় রাজধানীর বাসিন্দাদের কাছে যত তাড়াতাড়ি সম্ভব খাদ্যসামগ্রী, পর্যাপ্ত ওষুধ পৌঁছে দেওয়ার দায়িত্ব সেনাবাহিনীর। যদিও প্রশাসন এখনো করোনা শব্দটিকে উচ্চারণ করছে না। তাদের কাছে এটা ইনফ্লুয়েঞ্জা।

কিন্তু প্রতিবেশী রাষ্ট্রের এই দুঃসময়ে সামরিক ও কূটনৈতিক দ্বৈরথ ভুলে মানবিক সাহায্য নিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছে দক্ষিণ কোরিয়া। সোমবার দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি ইয়ুন সুক ইয়োল জানান, “উত্তর কোরিয়ার এই দুর্দিনে কোরিয়া যদি চায় তাহলে করোনার যাবতীয় ওষুধ, টিকা, চিকিৎসার সরঞ্জাম, ডাক্তার ও স্বাস্থ্যকর্মী সহ সব রকম সাহায্য করতে প্রস্তুত দক্ষিণ কোরিয়া।” পাশাপাশি তিনি আরও জানান, প্রতিবেশী রাষ্ট্রের এই দুরাবস্থায় তাদের আর কিভাবে সাহায্য করা যায় তা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনা সারবেন।