Saturday a news media of Hongkong announced ,the supreme leader of North Korea , Kim Jong-ung just passed away.
আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

কিমের মৃত্যু, খবরে তোলপাড় বিশ্ব

কয়েকদিন আগে খবর মেলে হৃদযন্ত্রে অস্ত্রোপচারের পর গুরুতর অসুস্থ উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এমন খবর ছড়িয়ে পড়তেই উত্তর কোরিয়া জানিয়ে দেয়, এই খবর সর্বৈব মিথ্যা। এবার হংকংয়ের এক সংবাদমাধ্যম শনিবার খবরে জানায়, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন উত্তর কোরিয়ার দোর্দণ্ডপ্রতাপ নায়ক কিম জং উন। তবে পরিস্থিতির উপর নজর রাখা মার্কিন গোয়েন্দারা এই নিয়ে কোনও বিবৃতি দেয়নি।
গত ১৫ এপ্রিল ছিল কিমের দাদুর জন্মদিন। ওই দিন অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন কিম। কিমের দাদু উত্তর কোরিয়ার জাতির জনকের জন্মদিন দেশটির জন্য খুব বড় অনুষ্ঠান। কিম জং উন কখনও এই অনুষ্ঠানে অনুপস্থিত থাকেননি। দু’‌সপ্তাহ আগে অস্ত্রোপচার হয় কিম জং উনের। তখন থেকেই ওই নেতার শরীর ভাল যাচ্ছে না বলে খবর।
এদিন হংকং টিভিতে কিমের মৃত্যুর খবর প্রকাশের পাশাপাশি সম্প্রচারিত হয় একটি ছবি। তাতে দেখা যায়, উত্তর কোরিয়ার শাসকের মৃতদেহ শায়িত রয়েছে। যদিও তার সত্যতা যাচাই করা হয়নি। পরিস্থিতির উপর নজর রাখলেও কিমের প্রয়াণ নিয়ে কোনও মন্তব্য করেনি ট্রাম্প প্রশাসন।