আন্তর্জাতিক

কুড়ি দিন পর প্রকাশ্যে কিম

তিনি ছিলেন, তিনি আছেন। বাকি সব জল্পনা। তাই তার অবসান ঘটিয়ে এবার প্রকাশ্যে এলেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। গত দু’সপ্তাহ ধরে তাঁর শরীর নিয়ে চলতে থাকা যাবতীয় জল্পনা অবসান হল। এমনও খবর ছড়িয়েছিল যে, তিনি মারা গিয়েছেন। হৃদযন্ত্রের অস্ত্রোপচারের পর গুরুতর অসুস্থ হয়ে প্রয়াত হয়েছেন কিম জন উন। উত্তর কোরিয়া নাকি পরবর্তী শাসক খুঁজছে।
এই খবর যখন গোটা কোরিয়া এবং আমেরিকায় চর্চিত হচ্ছে তখন ১ মে’তে একটি সার কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছেন বলে জানিয়েছে দেশের সরকারি সংবাদসংস্থা কেসিএনএ। এমনকী কয়েক হাজার মানুষের উপস্থিতিতে ওই সার কারখানার ফিতে কেটেছেন কিম। অনুষ্ঠানে কিমকে সশরীর হাজির হতে দেখে উপস্থিত জনতা উল্লাসে ফেটে পড়ে বলেই খবর।
উল্লেখ্য, এপ্রিলের ১২ তারিখের পর থেকে কিমকে প্রকাশ্যে দেখা যায়নি। ১৫ তারিখ উত্তর কোরিয়ার স্থপতি কিম দ্বিতীয় সাংয়ের জন্মদিনের অনুষ্ঠানেও দেখা যায়নি। তখনই সংবাদমাধ্যমে বিভিন্ন খবর ছড়িয়ে পড়ে। একটি সংবাদমাধ্যম তো কিমের মৃত্যুর ঘোষণাও করে দেয়। তখন আবার সোশ্যাল মিডিয়ায় তাঁর মৃতদেহও ভেসে ওঠে। শ্রমিক দিবসের দিন সার কারখানার উদ্বোধনের জন্য প্রকাশ্যে এসে যাবতীয় জল্পনা দূর করেছেন কিম।