আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

উত্তর কোরিয়ায় একাধিক স্টাইল নিষিদ্ধ করল কিম

উত্তর কোরিয়ার এবার নতুন ফতোয়া জারি করলেন রাষ্ট্রপ্রধান কিম জং উন। নিষেধাজ্ঞা জারি করে বলা হয়েছে, সেখানে কেউ চামড়ার জ্যাকেট পরতে পারবেন না। ইউরোপ, আমেরিকায় তৈরি নামী ব্র্যান্ডের পোশাকে পড়তে পারবেন না। রাষ্ট্রপ্রধান কিমের স্টাইলকে কোনভাবেই অনুকরণ করতে পারবেন না উত্তর কোরিয়ার জনগণ।

অন্যান্য দেশের আলাদা উত্তর কোরিয়া। এখানকার নিয়মকানুনও পৃথক। পৃথিবীর অন্য সমস্ত দেশের সাথে এ দেশের নিয়মের কোন মিল নেই। টাইট জিন্স, টর্ন বা ছেঁড়াফাটা জিন্স হাল আমলের বেশ উঠতি ফ্যাশন। পাশ্চাত্য দেশগুলির পাশাপাশি ভারতের মতো দেশের যুবপ্রজন্মও এই স্টাইলে বেশ মজেছে। এইসব স্টাইল সে দেশের সংস্কৃতি বিরোধী। এমনকি, নিজের ইচ্ছেমতো চুলের ছাঁট কিংবা হেয়ার কালার করতেও পারবেন না উত্তর কোরিয়ার জনগণ। আর রাষ্ট্রনেতা কিমের মতো চুলের ছাঁট করলে ঠাঁই হবে কারাগারে। নাকে ছিদ্র করাও নিষিদ্ধ। অবিবাহিত মেয়েদের নিষেধাজ্ঞার তালিকা আরও বেশি। বিয়ে না হলে লম্বা চুল রাখতে পারবেন না নারীরা। চুল কেটে ফেলতে হবে।

কিমের স্ত্রী তাঁর নিজের পছন্দমতো পোশাক নির্বাচন কিংবা সাজগোজ করায় স্বাধীন নন। ফলে উত্তর কোরিয়ার জনগণের ব্যক্তিগত পছন্দ-অপছন্দও কিমের হাতে।