জেলা লিড নিউজ

Kidnap & Rape: নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার অভিযুক্ত

উত্তর ২৪ পরগনার হাবরা থানা শ্রীপুর রেল লাইন এলাকার এক নাবালক স্বরূপনগর থানার মেদিয়া গ্রামের এক নাবালিকাকে অপহরণ করে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। এই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্ত নাবালককে মছলন্দপুর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। আরও অভিযোগ, নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের মতো এই ঘৃণ্যতম কাজে সহযোগিতা করেছে ওই নাবালকের পরিবার। ওই নাবালকের পরিবারের বাকি সদস্যরা তারপর থেকে পলাতক। মঙ্গলবার হাবরা থানার পুলিশ অভিযুক্তকে বারাসাত আদালতে পাঠিয়েছে।

অন্যদিকে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে গ্রেপ্তার শিব কুমার প্রসাদ নামে আর এক যুবক। জানা গিয়েছে, হাবরা থানা শ্রীনগর এলাকার এক মহিলার সঙ্গে ফোনে যোগাযোগ হয় শিবকুমার প্রসাদের। এরপর দুজনের সম্পর্ক ঘনিষ্ঠ হয়। অভিযোগ, প্রেমের সম্পর্ক তৈরি করে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ওই তরুণীকে ধর্ষণও করে ওই যুবক। এরপর বিয়ে করতে অস্বীকার করলে হাবরা থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই তরুণী। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বিহারের বহিয়া থানার রামডিহার গ্রামের বাসিন্দা শিবকুমার প্রসাদকে আটক করে পুলিশ। অভিযুক্তকে মঙ্গলবার বারাসাত আদালতে পাঠানো হয়েছে।