বিনোদন

শেষ হাসি হাসলেন কিয়ারা

ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’ ছবিতে রাম হিসেবে পর্দায় আসছেন ‘বাহুবলি’খ্যাত প্রভাস। কিয়ারা আদভানি হবেন সীতা। আর ছবির দুষ্টু, নিষ্ঠুর ও ভয়ংকর খলনায়ক হিসেবে আসছেন নবাবপুত্র সাইফ আলী খান।

ছবিটায় ‘সীতা’ হিসেবে কাকে দেখা যাবে, এ নিয়ে ছিল প্রবল জল্পনা–কল্পনা। শোনা যাচ্ছিল, বলিউড তারকা দীপিকা পাড়ুকোন সীতাবেশে আসতে যাচ্ছেন। পাশাপাশি শোনা গেছে দক্ষিণী তারকা কীর্তি সুরেশের নামও। তবে সবাইকে হটিয়ে শেষ হাসি হাসলেন কিয়ারা।

‘কবির সিং’ ছবির সাফল্যের পর বলিউড তারকা কিয়ারা আদভানির চাহিদা তুঙ্গে। তাঁর ‘গুড নিউজ’ ছবিটিও হিট হয়েছে। সুশান্ত সিং রাজপুতের সঙ্গে ‘এমএস ধোনি’ ছবিতেও তাঁকে ভালো লেগেছে সিনেমাপ্রেমীদের। তারপর থেকে নির্মাতাদের পছন্দের তালিকার ওপরের দিকে চলে এসেছেন কিয়ারা। শিগগিরই কার্তিক আরিয়ানের সঙ্গে তাঁকে দেখা যাবে ‘ভুল ভুলাইয়া টু’ ছবিতে।

‘আদিপুরুষ’ ছবির শুটিং শুরু হবে ২০২১ সালে। চলতি বছরের বাকিটা সময় চলে যাবে অভিনয়শিল্পীদের চরিত্রের জন্য প্রস্তুত করতে। ওম রাউত পরিচালিত এই ছবি মুক্তি পাবে ২০২২ সালে। তামিল, তেলেগু, মালয়ালম, কন্নড়, হিন্দিসহ আরও কয়েকটি ভাষায় মুক্তি পাবে বিশাল বাজেটের ‘আদিপুরুষ’।