বিনোদন ব্রেকিং নিউজ

‘সত্যপ্রেম কি কথা’ শোনাবেন কিয়ারা-কার্তিক

‘ভুলভুলাইয়া ২’ জুটির পর আবারও পর্দায় দেখা যাবে কিয়ারা আডবাণী ও কার্তিক আরিয়ান জুটিকে। রোম্যান্টিক কাহিনি নিয়ে ‘সত্যপ্রেম কি কথা’ ছবিতে ধরা দেবেন কিয়ারা-কার্তিক। সদ্য প্রকাশ্যে এসেছে এই ছবির টিজার। রোম্যান্টিক ঘরানার এই ছবির টিজারে কার্তিক-কিয়ারার প্রেম, বিরহ, বেদনার সঙ্গে দুর্দান্ত রোমান্সও রয়েছে। যা ভক্তদের মন কাড়বে বলেই আশাবাদী সবাই। কার্তিক-কিয়ারার টানটান রসায়ন ফের আরও একবার নজর কাড়ল দর্শকদের।

ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ছবির শ্যুটিং। কার্তিক-কিয়ারার নজরকাড়া রোমান্সে মুগ্ধ দর্শক মহল। সোশ্যাল মিডিয়ায় কেও লিখেছেন,‘তাঁদের দুজনকে একসঙ্গে দারুণ লাগছে, তো কেও আবার লিখেছেন, ধৈর্য্য ধরছে না’। এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত সমীর বিদ্যানস।

কার্তিক-কিয়ারা ছাড়াও এই ছবিতে দেখা যাবে গজরাজ রাও এবং সুপ্রিয়া পাঠকের মতো বিশিষ্ট অভিনেতাগণকে। ২০২১ থেকে ‘সত্যপ্রেম কি কথা’ একাধিকবার খবরের শিরোনামে উঠে এসছে। একদম শুরুর দিকে এই ছবির নাম রাখা হয়েছিল ‘সত্যনারায়ণ কি কথা’। কিন্তু পরে বহু বিতর্কের পর এই ছবির নাম বদলানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সাজিদ নাদিয়াদওয়ালা শেষ পর্যন্ত এই ছবির নাম বদলে রাখেন ‘সত্যপ্রেম কি কথা’।

এই ছবিতে কার্তিক অভিনীত চরিত্রের নাম ‘সত্যপ্রেম’ ও কথার ভূমিকায় দেখা যাবে কিয়ারা আডবাণীকে। অনীশ বাজমি পরিচালিত ‘ভুলভুলাইয়া ২’তে এই জুটিকে প্রথমবার একসঙ্গে দেখা গিয়েছিল। তারপর ‘সত্যপ্রেম কি কথা’ ছবিতে আবার একসঙ্গে দেখা যাবে এই যুগলকে। দ্বিতীয়বার এই জুটি বক্স অফিসে কী ধামাকা দেখাবে, এখন তারই অপেক্ষায় দিন গুনছে দর্শকরা। আগামী ২৯শে জুন (২০২৩) মুক্তি পেতে চলেছে এই ছবি। ‘সত্যপ্রেম কি কথা’-র প্রেম কাহিনী যে শেষ অবধি কোন দিকে মোড় নেবে তা জানা যাবে ২৯ জুন আপনার নিকটবর্তী প্রেক্ষাগৃহেই।