দেশ ব্রেকিং নিউজ

বাদ রাজীব, খেলরত্ন এবার ধ্যানচাঁদের নামে

খেলরত্ন পুরস্কার থেকে সরছে রাজীব গান্ধীর নাম। দেশবাসীর অনুরোধেই ‘‌খেল রত্ন’‌ পুরস্কার এবার থেকে মেজর ধ্যাণচাঁদের নামে দেওয়া হবে। আজ টুইটারে এই কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অলিম্পিক্সে ভারতীয় হকির দুরন্ত সাফল্যের জেরেই দেশবাসীকে এই খবর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার থেকে দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মানের নামকরণ হচ্ছে হকির জাদুকর ধ্যানচাঁদের নামেই। রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম বদলে হলো মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার।

শুক্রবার প্রধানমন্ত্রী টুইট করে লেখেন, ‘‌দেশের জনগণের কাছ থেকে ক্রমাগত অনুরোধ পাচ্ছিলাম যে খেল রত্ন পুরস্কারের নাম যেন মেজর ধ্যানচাঁদের নামে করা হয়। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি তাদের মতামত প্রকাশ করার জন্য। মেজর ধ্যানচাঁদ ভারতের বিখ্যাত খেলোয়াড় ছিলেন। যিনি দেশের জন্য গর্ব ও সম্মান এনে দিয়েছিলেন। ক্রীড়াজগতের সর্বোচ্চ সম্মান তাই ওনার নামেই করা হচ্ছে।’‌

খেলরত্ন প্রাপকের হাতে একটি পদক ও মানপত্রের সঙ্গেই তুলে দেওয়া হয় নগদ ২৫ লক্ষ টাকা। ভারতীয়দের মধ্যে সর্বপ্রথম এই পুরস্কারে সম্মানিত হয়েছিলেন কিংবদন্তি দাবাড়ু বিশ্বনাথন আনন্দ। অলিম্পিক্স সোনা জয়ী শুটার অভিনব বিন্দ্রা ১৮ বছর বয়সে খেলরত্ন পেয়েছিলেন। সবচেয়ে কম বয়সে এই সম্মান পাওয়ার নজির গড়েছিলেন বিন্দ্রা। পঙ্কজ আদবাণী একমাত্র ভারতীয় খেলোয়াড় যিনি জোড়া খেলরত্ন প্রাপক। একবার বিলিয়ার্ড ও অন্যবার স্নুকার খেলার জন্য এই পুরস্কার পান তিনি।

চলতি বছরে অলিম্পিকে ভারত নিজেদের প্রতিভার পরিচয় রেখেছে। ভারত্তোলন থেকে হকি, পদক এসেছে ভারতের ঝুলিতে। পুরুষ হকি দল ব্রোঞ্জ পদক জয় করে, ১৯৮০ সালের অলিম্পিকের পর এই প্রথম হকিতে পদক জিতল ভারত। মহিলা হকি দল একটুর জন্য পদক হাতছাড়া করলেও প্রশংসা কুড়িয়েছে গোটা দেশের। অলিম্পিকে যখন ভারতের জয়জয়কার, সেই সময়ই দেশবাসীর আবেগের সম্মান করে খেলরত্ন পুরস্কারের নাম বদল করা হল।