লোকসভার বিরোধী জোট ইন্ডিয়ার চেয়ারম্যান হিসেবে বেছে নেওয়া হল কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেকে। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এই পদের দৌড়ে এগিয়ে থাকলেও শনিবার জোটের বৈঠকে সর্বসম্মতিক্রমে খাড়্গেকেই চেয়ারম্যান পদে নির্বাচিত করা হয়। তাতে সম্মতি দেন নীতীশ স্বয়ং।
শনিবার বিরোধী জোটের ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিল না তৃণমূলের কেউ। এর আগে ডিসেম্বরের ইন্ডিয়া জোটের বৈঠকে ইন্ডিয়া জোটের আহ্বায়ক তথা মুখ্যমন্ত্রী মুখ হিসাবে খাড়্গের নামই প্রস্তাব করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আম আদমি পার্টির তরফে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও তাতে সম্মতি প্রকাশ করেছিলেন। তবে বাকি দলগুলি তখনও তাতে সায় দেয়নি। বরং সেই পদে নীতীশ কুমারের নাম প্রস্তাব করা নিয়ে জল্পনা ছড়িয়েছিল। তবে শেষমেশ খাড়্গেকেই সেই পদের জন্য বেছে নেওয়া হল।