জেলা

একসপ্তাহ বন্ধ থাকবে আইআইটি খড়্গপুর

করোনার থাবা এবার আইআইটি’‌র ক্যাম্পাসে। আর তার জেরে সংক্রমিত হচ্ছে একের পর এক ছাত্রছাত্রী থেকে অধ্যাপকরা। এতে চিন্তা উদ্বেগ দুই–ই বেড়েছে। পড়ুয়া, কর্মী থেকে সংক্রমিত হয়েছেন প্রতিষ্ঠানের নিজস্ব হাসপাতালের চিকিৎসকেরাও। এই পরিস্থিতিতে রবিবার থেকে এক সপ্তাহ প্রতিষ্ঠানের যাবতীয় কাজকর্ম পুরোপুরি বন্ধের সিদ্ধান্ত নিলেন খড়্গপুর আইআইটি কর্তৃপক্ষ। আর ভরসা সেই ভার্চুয়াল ক্লাস।
রীতিমতো বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানিয়েছে খড়গপুর আইআইটি কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ক্যাম্পাসে যে পড়ুয়া, অধ্যাপক, কর্মী, সাফাইকর্মীরা রয়েছেন তাঁরা আপাতত থাকবেন। তবে বাইরে থেকে কাউকে আসতে দেওয়া হবে না। নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে কিছুক্ষণের জন্য খোলা হবে আইআইটি’‌র টেকনোলজি মার্কেট। তবে বাজারে সামাজিক দূরত্ব, মাস্ক ব্যবহারের কথা জানিয়েছেন কর্তৃপক্ষ।
আইআইটি সূত্রে খবর, এই একসপ্তাহ ক্যাম্পাস চত্বর সম্পূর্ণ বন্ধ থাকবে। স্যানিটাইজ করা হবে গোটা ক্যাম্পাস। ক্যাম্পাসে সাইকেল, রিকশা, অটো চলাচলেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গত শুক্রবার নতুন করে আইআইটি ক্যাম্পাসে থাকা হাসপাতালের ৬ জন চিকিৎসকের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে। সবমিলিয়ে খড়গপুর আইআইটি ক্যাম্পাসে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০।
আর আক্রান্তের সংখ্যার নিরিখে বিশ্ব তালিকায় দ্বিতীয় স্থানে ভারত। ওয়ার্ল্ডোমিটার্স জানাচ্ছে, ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৪১ লক্ষ পেরিয়ে গিয়েছে। মৃতের সংখ্যাও পেরিয়েছে ৭০ হাজার। ভারত দ্বিতীয় স্থানে উঠে আসার পরে তিন নম্বরে নেমে গিয়েছে ব্রাজিল। তাই ঝুঁকি না নিয়ে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে আইআইটি খড়গপুর।