ব্রেকিং নিউজ রাজ্য

বাবার অসুস্থতার খবরে চোখের জলে বুক ভাসালেন কেষ্ট-কন্যা সুকন্যা

প্রায় চারমাস! তিনিও কারাগারে, তাঁর বাবাও কারাগারে। এখন চোখের জলই সঙ্গী সুকন্যার। দিন আসছে, দিন যাচ্ছে। ২৬ এপ্রিল গরু পাচার মামলায় ধৃত সুকন্যা। তারও আগে থেকে ধৃত অনুব্রত মন্ডল ও অনুব্রত ঘনিষ্ট সায়গলের শুনানি হয়ে চলেছে। প্রতিটি শুনানির শেষে হাত কামড়াচ্ছেন বীরভূমের একদা বেতাজ বাদশা ও নবাবনন্দিনী।

ভাগ্য বদলাচ্ছে না পিতা – পুত্রীর। কালকুঠুরিতে থাকার মেয়াদ বেড়েই চলেছে। চোখের জল ছাড়া কিছুই পাথেয় নেই সুকন্যার। কখনও বাবার সঙ্গে দেখা করতে চেয়ে হাপুস নয়নে কাঁদছেন তদন্তকারীদের সামনে। শুক্রবার সায়গলের কাছে পিতা অনুব্রতের স্বাস্থ্য সংক্রান্ত উত্তর পেতেই আবার বাঁধভাঙা জল এল সুকন্যার চোখে। বাবার অসুস্থতার খবর শুনে চোখের জলে বুক ভাসালেন সুকন্যা।

শুক্রবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে পেশ করা হয়েছিল অনুব্রত কন্যাকে। বাবা-মেয়ে দুজনেই আছেন তিহাড় জেলে। আলাদা সেলে থাকায় একে অপরের সঙ্গে দেখা করার সুযোগ পান না। এদিন আদালতে গিয়ে বাবাকে দেখতে না পেয়ে জানতে পারেন শরীর ভাল নেই অনুব্রতর। হাসপাতালেও ভর্তি করতে হয়েছিল তাঁকে। এ কথা শুনে আদালতেই কান্নায় ভেঙে পড়েন সুকন্যা। আদালত কক্ষ থেকে বেরনোর সময় সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করলে তিনি বলেন, ‘বাবার শরীর ভাল নেই।’