সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বণিকসভায় বলেছিলেন, কলকাতা আবার পথ দেখাবে। বাংলা আজ যা ভাবে গোটা বিশ্ব সেটা পরে ভাবে। কিন্তু প্রধানমন্ত্রীর এই কথা কার্যত মিথ্যে প্রমাণ করে দিল কেরল। কারণ করোনাভাইরাসের সংক্রমণ সফলভাবেই ঠেকিয়ে দিয়ে গোটা দেশের কাছে মডেল হয়ে উঠেছে কেরল। বাংলায় এই নজির নেই। বরং রোজ বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এবার কেরল এক নতুন নজির তৈরি করল। ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেই স্কুলের বার্ষিক পরীক্ষা আয়োজন করেছে। আর পরীক্ষার্থীদের মধ্যে কোভিডের সংক্রমণ ধরা পড়ল না।
রাজ্যের অর্থমন্ত্রী থমাস আইজ্যাক এই দাবি করে একটি টুইটে জানান, ‘১৪ দিন আগে ১৩ লক্ষ স্কুলপড়ুয়া তাদের স্কুলের বার্ষিক পরীক্ষা দিয়েছে। একজন পড়ুয়াও কোভিডে আক্রান্ত হয়নি। সঠিক পরিকল্পনার কারণেই এটা সম্ভব হয়েছে। পরীক্ষাকেন্দ্র বারবার স্যানিটাইজ করা হয়েছে, পরীক্ষার্থী–সহ সবাইকে মাস্ক বিলি করা হয়েছে। নিয়মিত শরীরের তাপমাত্রা মাপা হয়েছে। শারীরিক দূরত্ববিধি মানা হয়েছে।’
দশম আর দ্বাদশ শ্রেণির থমকে থাকার পরীক্ষা শুরু করার ঘোষণা করে দিয়েছিল কেরল। গত ২৬ মে এই পরীক্ষা শুরু হয়। অবশ্যই পরীক্ষা আয়োজন করার জন্য কেন্দ্রের অনুমতির প্রয়োজন ছিল আর কেন্দ্র সে অনুমতি দিয়েও দিয়েছিল। পরীক্ষা শেষ হয় ৩১ মে। রাজ্যে তিন হাজারটি পরীক্ষাকেন্দ্রে এই পরীক্ষার আয়োজন করা হয়। প্রত্যেক কেন্দ্রেই দু’ জন করে স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হয়। তারপরই দেখা যায় ‘অপারেশন সাকসেস এগেনস্ট কোভিড।’
