ভয়াবহ বিস্ফোরণের জেরে রক্তাক্ত কেরালা। কেরালার কোচিতে কালামাসেরির কনভেনশন ও প্রদর্শনী সেন্টারে ধর্মীয় প্রার্থনা চলাকালীন ভয়াবহ বিস্ফোরণ। এই ঘটনায় এখনও পর্যন্ত এক মহিলার মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। গুরুতর আহত আরও ২০।
জানা গিয়েছে, কালামাসেরির ওই কনভেনশন ও প্রদর্শনী সেন্টারে শুক্রবার থেকে খ্রিস্টানদের ‘জিহোবাজ উইটনেস’-এর অনুষ্ঠান চলছিল। এটি খ্রিস্টানদের অন্যতম পবিত্র ধর্মীয় উৎসব। রবিবার এই অনুষ্ঠানের শেষ দিন ছিল। এদিন সকালে প্রার্থনার জন্য প্রায় ২ হাজার মানুষ কালামাসেরির ওই কনভেনশন সেন্টারে জমায়েত করেন। প্রার্থনা চলাকালীন পরপর বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা কনভেনশন সেন্টার। আত্মরক্ষার জন্য জমায়েতকারীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। মুহূর্তের মধ্যে কনভেনশন সেন্টারে আগুন লেগে যায়। এই খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী।যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে অগ্নিদগ্ধ অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার করেন দমকল কর্মীরা। আহতদেরকে এর্নাকুলাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে দেওয়া হয়।
এদিকে এই বিস্ফোরণের খবর পেয়ে ডিএসপি-র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পৌঁছয় কনভেনশন সেন্টার চত্বরে। তবে, এদিন ঠিক কী কারণে বিস্ফোরণ ঘটল, তা এখনও পর্যন্ত জানা যায়নি। অন্যদিকে, কনভেনশন সেন্টারে একাধিক বিস্ফোরণের কথা সরকারিভাবে স্বীকার করেনি কেরালা পুলিশ। যদিও এই বিস্ফোরণের নেপথ্যে জঙ্গিদের হাত রয়েছে বলেই মনে করা হচ্ছে।