দেশ ব্রেকিং নিউজ

কেরল সরকারকে সুপ্রিম ভর্ৎসনা

রাত পোহালেই কুরবানির ইদ। এই উপলক্ষ্যে কোভিড বিধিতে তিন দিনের ছাড় দেওয়ার কথা জানিয়েছে কেরল সরকার। এই সিদ্ধান্তের জেরেই সর্বোচ্চ আদালতে ভর্ৎসনার মুখে পড়তে হল পিনারাই বিজয়নের সরকারকে। যদিই কেরল সরকারের এই সিদ্ধান্তে সুপ্রিম কোর্ট কোনও স্থগিতাদেশ দেয়নি, তবে বিচারপতিরা সতর্ক করে বলেন, ‘‌এই সিদ্ধান্তের জন্য যদি খারাপ প্রভাব পড়ে তাহলে ব্যবস্থা নেওয়া হবে।’‌

কানোয়ার যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়ার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বেঁচে থাকার অধিকারের কথা উল্লেখ করেছিল। এদিনও সে বিষয় তোলে আদালত। আবেদনকারীকে এই বিষয়টা আদালতের নজরে আনার জন্য ধন্যবাদও দেন বিচারপতিরা। আদালতের সর্বোচ্চ আদালত জানিয়েছে, এই সিদ্ধান্ত খুবই উদ্বেগজনক। চাপ দিয়ে সাধারণ মানুষের জীবনে হস্তক্ষেপ করা উচি নয়।

বিচারপতি আরএফ নরিম্যান ও বিআর গাভাইয়ের বেঞ্চে ছিল এই মামলার শুনানি। কেরল সরকার আদালতে জানিয়েছে, গত ১৫ জুন থেকে লকডাউনে যে ছাড় দেওয়া শুরু হয়েছে। সেটাই জারি থাকবে। আর্থিক সঙ্কট কাটাতে বকরি ইদের ব্যবসায়ীরা ভরসা করে ছিলেন। আবেদনকারীর আইনজীবী বলেন, যাতে আদালত কোনও নির্দেশ দেয়। আজই ছিল ছাড় দেওয়ার শেষ দিন। কিন্তু, বিচারপতিরা বলেন, ‘‌যা হওয়ার হয়ে গিয়েছে।’‌
বকরি ঈদ পালন করা হবে বুধবার। কাপড়, জুতো, গয়না, উপহার সামগ্রী, ইলেকট্রনিক্স সামগ্রীর দোকান খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। এ্ই ঘটনার তীব্র নিন্দা করেছেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি। টুইটে তিনি বলেছেন, কেরল যেখানে করোনার প্রধান কেন্দ্র হিসেবে উঠে এসেছে, সেথানে ইদের ছাড় দেওয়া উচিত হয়নি।