শুক্রবারই হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কথা ছিল, কিন্তু, বাড়ি ফেরা হলো না সুব্রত মুখোপাধ্যায়ের। বৃহস্পতিবার দীপাবলির রাতেই আনন্দলোকে যাত্রা করলেন রাজ্যের প্রবীণ ও দক্ষ রাজনীতিবিদ সুব্রত মুখোপাধ্যায়। এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৭৫ বছর বয়সি রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী। রাত ৯টা ২২ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি।
বৃহস্পতিবার রাতে SSKM হাসপাতালের কার্ডিওলজি বিভাগ থেকে দেহ নিয়ে যাওয়া হয় তপসিয়ার পিস হাভেনে। সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হয় রবীন্দ্র সদনে।
রবীন্দ্র সদন থেকে বিধানসভায় নিয়ে যাওয়া হয় সুব্রত মুখোপাধ্যায়ের দেহ। সেখানে আধ ঘণ্টা শায়িত রাখা হয় তাঁর দেহ। বিধানসভার সদস্যরা সেখানে শেষ শ্রদ্ধা জানান তাঁকে।
সুব্রত মুখোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা জানাতে শুক্রবার দুপুরে বিধানসভায় যান রাজ্যপাল জগদীপ ধনখড়। সেখানে সুব্রতর দেহে মাল্যদান করেন তিনি।
গান স্যালুট দিয়ে তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। এদিন কেওড়াতলা মহাশ্মশানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুটে বিদায় জানানো হয় রাজ্যের মন্ত্রীকে। গান স্যালুটের পর শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হয় সুব্রত মুখোপাধ্যায়ের মরদেহ। কেওড়াতলা মহাশ্মশানে সম্পন্ন হয় শেষকৃত্যের কাজ।