আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের হাজিরার নির্দেশে আদালতের হস্তক্ষেপ চেয়েছিল ইডি। এবারে সেই আবেদনের ভিত্তিতে সশরীরে হাজিরার জন্য নির্দেশ দেয় বিশেষ আদালত।
শনিবার ভার্চুয়ালি হাজিরা দিলেন তিনি। এদিন আদালত তাঁকে আগামী ১৬ মার্চ সশরীরে আদালতে হাজিরা দেওয়ার অনুমতি দিয়েছে। এদিকে, দিল্লি বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য শনিবার দুপুরে আস্থাভোটের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
এদিন সকালে রাউস অ্যাভিনিউ আদালতে ভার্চুয়াল হাজিরা দিয়ে কেজরিওয়াল বলেন, দিল্লি বিধানসভায় আস্থাভোট ও চলমান বাজেট অধিবেশন থাকার কারণে তিনি সশরীরে আদালতে হাজিরা দিতে পারছেন না। আদালতের ‘ছাড়পত্র’ হাতিয়ার করে দিল্লির মুখ্যমন্ত্রী ইডি-র ষষ্ঠ সমনও এড়িয়ে যাবেন বলে আইনজীবীদের একাংশের মত।