ফের বাড়ল অরবিন্দ কেজরিওয়ালের জেল হেফাজতের মেয়াদ। বৃহস্পতিবার দিল্লির রাউস অ্যাভেনিউ কোর্ট স্পষ্ট জানিয়ে দেন, আগামী ৮ আগস্ট পর্যন্ত জেলেই থাকতে হবে কেজরিওয়ালকে। দিল্লির মুখ্যমন্ত্রী ছাড়াও আপ নেতা মণীশ সিসোদিয়া এবং বিআরএস নেত্রী কে কবিতার জেল হেফাজতের মেয়াদও বাড়ানো হয়েছে এদিন।
তিহার জেল থেকে এদিন ভিডিও কনফারেন্সে যোগ দেন আপ সুপ্রিমো। প্রসঙ্গত, আবগারি দুর্নীতি মামলায় ইতিমধ্যেই ইডি-র পর CBI-এর হাতে গ্রেফতার হয়েছেন কেজরিওয়াল। দিল্লি হাইকোর্ট কেজরিওয়ালের জামিনের আবেদন খারিজ করে দেওয়ার পরেই তিহাড়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে সিবিআইয়ের একটি দল। নথিভুক্ত করা হয় তাঁর বয়ানও।
আবগারি দুর্নীতি মামলায় কয়েকদিন আগেই অরবিন্দ কেজরিওয়ালের জামিনের নির্দেশে স্থগিতাদেশ দেয় দিল্লি হাইকোর্ট। এর আগে এই মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দেয় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত।