শেষমেশ সুপ্রিম কোর্টের রায়ে ইডির মামলায় অন্তর্বর্তী জামিন পেলেন কেজরিওয়াল। জানা গিয়েছে, জামিন পেলেও এখনই জেলমুক্তি নয় দিল্লির মুখ্যমন্ত্রীর। তবে, ইডির মামলায় স্বস্তি পেলেও এখনও রয়েছে সিবিআইয়ের মামলা।
শুক্রবার সকালে দেশের শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের এজলাসে ED মামলায় দিল্লির মুখ্যমন্ত্রীর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হয়েছে। ইতিমধ্যেই কেজরিওয়ালের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে ইডি। যেখানে ১০০ কোটি টাকার দুর্নীতিতে কেজরিওয়ালের সরাসরি যোগ থাকার দাবি করা হয়েছে।