স্বস্তি পেলেন না দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। আবগারি মামলায় ইডি-র গ্রেফতারি বেআইনি, এমন দাবি করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন কেজরিওয়াল।
সোমবার সেই মামলার শুনানিতে কেজরির আবেদনের ভিত্তিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর কাছে রিপোর্ট তলব করল সুপ্রিম কোর্ট। ২৪ এপ্রিলের মধ্যে ইডিকে নিজেদের জবাব দিতে বলা হয়েছে। কেজরিওয়ালের আবেদনের পরবর্তী শুনানি হবে আগামী ২৯ এপ্রিল।
উল্লেখ্য, দিল্লির আবগারি মামলায় গত ২১ মার্চ কেজরিওয়ালকে গ্রেফতার করেছিল ইডি। এরপরেই তাঁর গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন এএপি প্রধান। গত ৯ এপ্রিল সেই মামলার শুনানিতে রায়দানের সময় দিল্লি হাইকোর্ট জানিয়েছিল, কেজরির গ্রেফতারি বেআইনি ভাবে হয়নি। ইডি আদালতে জানায়, কেজরির বিরুদ্ধে তাদের হাতে প্রমাণ রয়েছে। দিল্লি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান কেজরিওয়াল।