দেশ ব্রেকিং নিউজ

১০০ কোটি টাকা ঘুষ চেয়েছিলেন কেজরিওয়াল: আদালতে ইডি

দিল্লি আবগারি মামলার শুনানির সময় আদালতে চাঞ্চল্যকর দাবি করল ইডি। দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল ১০০ কোটি টাকা ঘুষ চেয়েছিলেন বলে আদালতে দাবি কেন্দ্রীয় সংস্থার। এমনকি এসময় ইডি জানায়, তাদের কাছে এ সংক্রান্ত সমস্ত প্রমাণও রয়েছে।

দিল্লির দ্য রাউস অ্যাভিনিউ আদালতে বুধবার শুনানির সময় ইডি আদালতকে জানায়, সিবিআই তদন্তে উঠে এসেছে, কেজরিওয়াল তাঁর দলের তহবিলের জন্য ওই অর্থ চেয়েছিলেন।

ইডির আইনজীবী আদালতে বলেন, সিবিআই তদন্তে জানা গেছে কেজরিওয়াল ১০০ কোটি রুপি ঘুষ চেয়েছিলেন। তবে বারংবার জামিনের আবেদন করলেও কেজরিওয়াল যে অপরাধ করেননি, তা এখনও প্রমাণ করতে পারেননি তিনি।

প্রসঙ্গত, আবগারি দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগে গত ২১ মার্চ অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ১০ মে সুপ্রিম কোর্টের নির্দেশে ২১ দিনের জামিন পান তিনি। লোকসভা নির্বাচনের জন্য তিন সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিলেন আদালত।

অন্তর্বর্তীকালীন জামিনের সময় শেষ হলে কেজরিওয়ালকে আবার কারাগারে পাঠানো হয়। এই মুহূর্তে তিনি দিল্লির তিহার জেলে বন্দী।