আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে বৃহস্পতিবার জেরার জন্য তলব করে ইডি। এদিন সকাল ১১টায় ইডির দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল কেজরিওয়ালের। কিন্তু এদিনও হাজিরা এড়িয়ে গেলেন কেজরিওয়াল। ইতিমধ্যেই ইডিকে চিঠি লিখে সমন ফেরাতে বলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ইডিকে পাঠানো চিঠিতে অরবিন্দ কেজরিওয়াল লিখেছেন, “ইডির এই নোটিস রাজনৈতিক বেআইনি ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। অবিলম্বে যেন এই নোটিস ফিরিয়ে নেওয়া হয়।”
জানা গিয়েছে, মধ্যপ্রদেশেরহাজিরা সিঙ্গাউলিতে পথসভা রয়েছে তাঁর। এদিনের পথসভায় পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও থাকবেন তাঁর সঙ্গে। আবগারি দুর্নীতি মামলায় এর আগে দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া এবং আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং-কে গ্রেফতার করেছে ইডি।
এবার ইডির তলবের মুখে দিল্লির মুখ্যমন্ত্রী। এদিকে, দিল্লি আবগারি দুর্নীতি মামলায় সোমবারই উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার জামিনের আবেদন খারিজ করে দেয় শীর্ষ আদালত। আগামী ছয় থেকে আট মাসের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করে ফেলার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।