দেশ

লকডাউন বৃদ্ধির প্রস্তাব প্রধানমন্ত্রীকে

২১ দিনের লকডাউনে মানুষ জেরবার হয়ে উঠেছে। প্রাণ ওষ্ঠাগত এই অবস্থা কাটিয়ে উঠতে মরিয়া দেশের জনগণ। এই পরিস্থিতিতে‌ লকডাউনের মেয়াদ বৃদ্ধির পক্ষে সওয়াল করলেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। দেশজুড়ে লকডাউন আরও বাড়িয়ে ৩ জুন পর্যন্ত জারি রাখার আবেদন করেছেন তিনি। ফলে গোটা দেশের মানুষ ফুঁসে উঠতে শুরু করেছে।
তেলঙ্গানার মুখ্যমন্ত্রী বলেন, ‘‌ভবিষ্যতে আমরা ভেঙে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতে পারব। কিন্তু জীবন চলে গেলে তা ফিরিয়ে দিতে পারব না। সম্পূর্ণ লকডাউন ছাড়া এই পরিস্থিতির মোকাবিলা করা সম্ভব নয়।’‌ সারা দেশে লকডাউনের মেয়াদ বৃদ্ধির জন্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন করবেন। এমনকী প্রধানমন্ত্রীও পরোক্ষে লকডাউন বৃদ্ধির ইঙ্গিত দিয়ে রেখেছেন মন্ত্রিসভার বৈঠকের পরে।
মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ১৪ এপ্রিলের পরে আরও দু’‌সপ্তাহ লকডাউনের মেয়াদ বৃদ্ধির সুপারিশ করেছেন কেসিআর। তবে লকডাউনের মেয়াদ বৃদ্ধি নিয়ে রাজ্য সরকার কোনও চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেনি বলেও সচিবালয় সূত্রে খবর।