প্রাক্তন মুখ্যমন্ত্রী কেসিআর-কন্যা কে কবিতাকে গ্রেফতার করল ইডি। সূত্রে জানা গিয়েছে রাতের মধ্যেই তাঁকে রাজধানী দিল্লিতে নিয়ে আসা হতে পারে।
শুক্রবার হায়দরাবাদের বাড়িতে তল্লাশি চলাকালীন তাঁকে আটক করে তদন্তকারী সংস্থা। শুক্রবার বিকেলে আচমকাই কবিতার বাড়িতে অভিযানে আসেন আয়কর এবং ইডি আধিকারিকরা।
সূত্রে জানা গিয়েছে, দিল্লির আবগারি দুর্নীতি মামলার তদন্তে কে কবিতার বাড়িতে তল্লাশি শুরু হয়। এর আগে তাকে একাধিকবার হাজিরার জন্য তলব করেছিল ইডি। কিন্তু, তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে এজেন্সির মুখোমুখি হওয়া এড়িয়ে গিয়েছেন।
You must be logged in to post a comment.