১০০০ টাকার ব্যক্তিগত বন্ডে ব্যাঙ্কশাল কোর্টে জামিন পেলেন কৌস্তভ বাগচী। আদালতে ধোপে টিকল না পুলিশের সওয়াল, ধাক্কা খেল শাসক দল। জামিন পেলেন আইনজীবী তথা কংগ্রেস নেতা।
শুক্রবার রাত ২.৩০ নাগাদ কৌস্তভের ব্যারাকপুরের বাড়িতে যায় কলকাতার বড়তলা থানার পুলিশ। রাতভর জিজ্ঞাসাবাদের পরে সকাল ৮টা নাগাদ গ্রেফতার হন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী। তবে মাত্র সাড়ে আট ঘণ্টার মধ্যেই ব্যাকফুটে প্রশাসন। বিকেল ৪.৩০-এ কৌস্তভ বাগচীকে জামিন দিল ব্যাঙ্কশাল কোর্ট।
কৌস্তভের বিরুদ্ধে হুমকি, উস্কানি, শ্লীলতাহানি-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা করে বটতলা থানার পুলিশ। কৌস্তভের বিরুদ্ধে অশালীন অঙ্গভঙ্গি করারও অভিযোগ আনা হয়।
এদিন ‘মাঝরাতে আইনজীবীকে তুলে আনার অধিকার পুলিশকে কে দিয়েছে? কৌস্তভ কি কোনও সন্ত্রাসমূলক কাজে যুক্ত? কোর্টে প্রশ্ন করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি আরও সওয়াল করেন, ‘কৌস্তভ বলেছেন, একটি বই বাজারে আছে। যে বইয়ে মুখ্যমন্ত্রীর অতীত ও বর্তমান সম্পর্কে বলা আছে। সেই বই এখনও বাজারে পাওয়া যাচ্ছে, সরকার তো ব্যান করেনি। কেন ৪১ ধারায় নোটিস করল না পুলিশ? কেন মাঝরাতে পুলিশ বাড়িতে ঢুকল? কোথায় যাচ্ছে আইন ব্যবস্থা? রাত ৩টেয় বাড়িতে পুলিশ চলে এল! এত রাতে কারও বাড়িতে পুলিশ যাওয়ায় সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা আছে।’
‘পুলিশ ১০ মার্চ পর্যন্ত হেফাজতে চেয়েছে মোটিভ খুঁজে বের করার জন্য? ওসি, আইও-কে শোকজ করা হোক,’ আদালতে সওয়াল আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যর। এরপরই আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কৌস্তভকে জামিনের আর্জি জানান। এরপরই ম্যাজিস্ট্রেট রায় দান কিছুক্ষণের জন্য স্থগিত রাখেন। তারপর ব্যক্তিগত ১০০০ টাকার বন্ডে জামিন মঞ্জুর করা হয় কৌস্তব বাগচীর।