ক্যাটরিনা কাইফ বলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা। ক্যারিয়ারে অসংখ্য চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি। সলমন খান ও রণবীর কাপুরের সঙ্গে প্রেমের গুঞ্জনেও আলোচনায় ছিলেন নায়িকা। আজ ১৬ জুলাই ক্যাটরিনা ৩৭ বছরে পা রাখলেন।। ১৯৮৩ সালের আজকের এই দিনে হংকং-এ তার জন্ম। ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ মডেল অল্প সময়েই বলিউডে শক্ত আসন তৈরি করেছেন। তবে শুরুটা মোটেই সহজ ছিল না তার। ঠিক মতো হিন্দি জানেন না বলে অনেক কটু কথা তাকে সহ্য করতে হয়েছে। তবে দমে যাননি এই সুন্দরী। রূপ ও অভিনয় গুণে ঠিকই জয় করেছেন কোটি চলচ্চিত্রপ্রেমীর ভালোবাসা। ২০০৩ সালে বুম ছবির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে তার। ম্যায়নে পেয়ার কিউ কিয়া, পার্টনার, ওয়েলকাম, সিং ইজ কিং, রাজনীতি, এক থা টাইগার, ভারত ছবিগুলোতে তার অভিনয় প্রশংসিত হয়।
সম্পর্কিত খবর
নায়ক খুঁজে পাচ্ছে না ক্যাটরিনার
Posted on Author নিজস্ব সংবাদদাতা
ক্যাটরিনা কাইফের জন্য মনের মতো নায়ক খুঁজে পাচ্ছেন না পরিচালক আলী আব্বাস জাফর। তাই মহাবিপাকে পড়েছেন তিনি। নারীপ্রধান ছবিতে ক্যাটরিনার সঙ্গে জুটি বাঁধতে রাজি হচ্ছেন না বড় কোনো তারকা। তাই সাধারণ কোনো নায়ক দিয়েই কাজ চালাবেন এই পরিচালক।
করোনা আক্রান্ত ক্যাটরিনা কাইফ
Posted on Author নিজস্ব সংবাদদাতা
মুম্বইয়ে একের পর এক তারকার করোনা আক্রান্ত হওয়ার খবর মিলছে
ক্যাটরিনা এবার সুপারহিরো
Posted on Author নিজস্ব সংবাদদাতা
ক্যাটরিনা কাইফ বলিউডের প্রথমসারির নায়িকাদের অন্যতম