দেশ লিড নিউজ

পুলিশ অফিসারের বাড়িতেই জঙ্গি হানা!‌

রাতের অন্ধকারে জোর করেই ঘরে ঢুকে পড়েছিল জঙ্গিরা। ঘরে ঢুকেই এলোপাথাড়ি গুলি চালাতে থাকে তাঁরা। তার জেরে প্রথমে স্পেশাল পুলিশ অফিসার ফয়াজ আহমেদের মৃত্যুর খবর মিললেও পরে জানা যায় তাঁর স্ত্রীরও মৃত্যু হয়েছে। সঙ্কটজনক অবস্থায় রয়েছে তাঁদের মেয়ে। বিমানবন্দরের বিস্ফোরণের রেশ এখনও কাটেনি। তার মধ্যেই রাতে ফের হামলা চালাল জঙ্গিরা। রবিবার রাতে আবারও এই হামলা। মৃত্যু হয়েছে ওই স্পেশাল পুলিশ অফিসার এবং তাঁর স্ত্রীয়ের। আহত হয়েছেন তাঁদের মেয়ে।

রাত ১১টা নাগাদ তারা দরজায় কড়া নাড়ে। তারপর দরজা সামান্য খুলতেই ধাক্কা মেরে ঢুকে যায় জঙ্গিরা। এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে এবং কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থান ছেড়ে পালিয়ে যায়। পুলিশ সূত্রে খবর, মৃত স্পেশাল পুলিশ অফিসারের নাম ফৈয়জ আহমেদ। তিনি পুলওয়ামায় কর্মরত ছিলেন। অবন্তিপোরার পুলিশ কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত এক অফিসার জানান, হামলায় স্পেশাল পুলিশ অফিসার ফৈয়জ আহমেদের মৃত্যু হয়েছে। তাঁর স্ত্রী এবং মেয়ে আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশের পক্ষ থেকে আবারও জানানো হয়, স্পেশাল পুলিশ অফিসারের স্ত্রীও জঙ্গিদের গুলিতে মারা গিয়েছেন।

চিকিৎসা চলছে তাঁদের মেয়ে রফিয়ার। রাত থেকেই গোটা এলাকাকে ঘিরে দেওয়া হয়েছে। নিরপত্তারক্ষীরা অভিযুক্ত জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। তবে কী কারণে আচমকা ওই পুলিশ অফিসারের বাড়িতে হামলা চালানো হল, তা এখনও জানা যায়নি। গত কয়েকদিন ধরেই শ্রীনগর, নওগাঁয় জঙ্গিদের নিশানায় রয়েছে পুলিস। ২২ জুন শ্রীনগর থেকে কিছুটা দূরে মৃত্যু হয় এক পুলিশ অফিসারের। নওগাঁয় বাড়ির কাছেই পারভেজ আহমেদ নামে এক ইন্সপেক্টরকে লক্ষ্য করে গুলি চালানো হয়।