দেশ

জঙ্গিদের গুলিতে নিহত সরপঞ্চ, নিন্দায় রাহুল

দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে জঙ্গিদের গুলিতে নিহত হলেন এক সরপঞ্চ। এই ঘটনার সময় নিজের ফলের বাগানে ছিলেন ৪০ বছরের কাশ্মীরি পণ্ডিত। জঙ্গিরা বাগানে ঢুকে অতর্কিতে গুলি করে তাঁকে খুন করে। নিহত সরপঞ্চের নাম অজয় পণ্ডিত। কংগ্রেস ঘনিষ্ঠ সরপঞ্চকে হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়। ১৯৯০ সালে কাশ্মীর ছেড়ে চলে গেলেও বছর দুই আগে ফিরে আসে এই পণ্ডিতের পরিবার। লাকবাওয়ানের মোড়ল ছিলেন এই কাশ্মীরি পণ্ডিত। পঞ্চায়েত নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। ইতিমধ্যে পুলিশ ও সেনা ওই জঙ্গির উদ্দেশ্যে তল্লাশি শুরু করেছে। সব রাজনৈতিক দল এই ঘটনার তীব্র নিন্দা করেছে।
কাশ্মীরে দলের তৃণমূল স্তরের কর্মীর মৃত্যুতে শোকপ্রকাশ করেন রাহুল গান্ধী। এখনও পর্যন্ত কোনও জঙ্গি ধরা পড়েনি। তিনি টুইট করে লিখেছেন, আমি অজয় পণ্ডিতের পরিবার ও বন্ধুদের সমবেদনা জানাই। আমরা আপনাদের পাশে আছি। কাশ্মীরে গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য জীবন উত্‍‌সর্গ করেছেন অজয়। এই দুঃখের সময়ে আমরা আপনাদের সঙ্গে আছি। হিংসা কখনও জয়ী হতে পারবে না।
তীব্র সমালোচনা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংও। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংয়ের কথায়, তৃণমূল স্তরে গণতন্ত্রিক প্রক্রিয়াকে পরাস্ত করতে দুষ্কৃতীরা মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে। এই খুনের নিন্দা করেন কাশ্মীরের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা আর মেহবুবা মুফতিও। মেহবুবা মুফতির মেয়ে ইলতিজা মুফতি টুইট করে ওই কাশ্মীরি পণ্ডিতের পরিবারকে সমবেদনা জানিয়েছেন। এই নৃশংস ঘটনার সঠিক তদন্তের দাবী করেছেন জম্মু–কাশ্মীরের প্রদেশ কংগ্রেস সভাপতি গুলাম আহমদ মির। আর জানান, নিহত সরপঞ্চের কোনও নিরাপত্তারক্ষী ছিল না।