ফের বোমা বিস্ফোরণের আতঙ্ক ভাঙড়ে। শুক্রবার দুপুরে হঠাৎই বিস্ফোরণে কেঁপে ওঠে কাশিপুর থানার কচুয়া এলাকা। এলাকার বাসিন্দা নজিবর সর্দার নামে একজনের গোয়ালঘরে বিস্ফোরণ হয় বলে জানা গিয়েছে। প্রাথমিক সূত্রে খবর সকেট বোমা বিস্ফোরণ হয়েছে।
সেই সময় কেউ গোয়ালঘরে ছিল না। তাই পরিবারের কোনও সদস্য হতাহত হননি। বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে আশেপাশের বাড়িও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কে বা কারা বোমা রেখেছিল তদন্ত করছে কাশিপুর থানার পুলিশ। বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষজন।