দেশ

খুলল কাশী–বিশ্বনাথ মন্দির

উত্তরপ্রদেশে মঙ্গলবার থেকে কঠোর বিধিনিষেধে কিছুটা শিথিল করা হয়েছে। আর মঙ্গলবারই দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হল বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, ভক্তদের প্রবেশের জন্য বাধ্যতামূলক নয় করোনা নেগেটিভ রিপোর্ট দেখানো। কিন্তু মন্দির চত্বরে অবশ্যই সামাজিক দূরত্ব ও অন্যান্য কোভিড প্রোটোকল মেনে চলতে হবে। যদিও এখনই গর্ভগৃহে যাওয়ার অনুমতি নেই ভক্তদের।
যে রাজ্য থেকে করোনায় মারা যাওয়া দেহ গঙ্গায় ভাসিয়ে দেওযার অভিযোগ উঠেছে, সেখানে কাশী বিশ্বনাথ মন্দির খুলে দেওয়া নিয়ে চর্চা শুরু হয়েছে। কারণ করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে যোগীর রাজ্য উত্তরপ্রদেশ। বহু মানুষ সেখানে করোনায় মারা গিয়েছে। তাছাড়া এখন সেখানে করোনার গ্রাফ নীচে নামেনি। তাহলে কেন খোলা হল কাশী–বিশ্বনাথ মন্দির?‌ উঠছে প্রশ্ন।
উল্লেখ্য, গত এপ্রিল মাসেই বন্ধ করে দেওয়া হয়েছিল কাশীর বিশ্বনাথ মন্দির। কিন্তু উত্তরপ্রদেশে সক্রিয় রোগীর সংখ্যা ১৪ হাজারে নেমে আসায় লকডাউন বিধিনিষেধে কিছুটা শিথিলতা এনেছে যোগী প্রশাসন। আর সে কারণেই এবার খুলে দেওয়া হল কাশী বিশ্বনাথ মন্দির। তবে করোনার কারণে আপাতত স্থগিতই থাকছে ৬০০ কোটির কাশী বিশ্বনাথ ধাম প্রকল্প।