রাজ্য লিড নিউজ

মাত্র ২০ মিনিটেই করুণাময়ীর ধর্না তুলে দিল পুলিশ

নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় গোটা রাজ্য। এরই মধ্যে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা নাগাদ রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় সল্টলেকের করুণাময়ী। মাত্র ২০ মিনিটের মধ্যে টেনে হিঁচড়ে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়া হয়। পুলিশের পক্ষ থেকে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের অনশন মঞ্চটিকে বেআইনি ঘোষণা করা হয়। পুরো ফাঁকা করে দেওয়া হয় গোটা এলাকা। নিমেষের মধ্যে শেষ হয়ে যায় আন্দোলন। ছিঁড়ে ফেলা হয় আন্দোলনকারীদের ফ্লেক্স, পোস্টার। টেট উত্তীর্ণদের এই আন্দোলন নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা।

এদিন হাইকোর্টের নির্দেশের পর করুণাময়ী চত্বরে মোতায়েন করা হয় বিরাট পুলিশ বাহিনী। অনশনকারী টেট উত্তীর্ণ প্রার্থীদের অভিযোগ, তাঁদেরকে চ্যাংদোলা করে ধর্ণা স্থান থেকে সরিয়ে দেওয়া হয়। তবে এইভাবে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের অনশন থেকে তুলে দেওয়ার বিষয়টি কতটা যুক্তিযুক্ত, তা নিয়েই উঠছে একাধিক প্রশ্ন রাজনৈতিক মহলে।

যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে বর্তমান সরকারকে তীব্র আক্রমণ করেছে বিরোধীরা৷ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইটে তোপ দেগেছেন। সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় ইতিমধ্যেই রাজ্যজুড়ে প্রতিবাদের ডাক দিয়েছেন। পাশপাশি এই নিষ্ঠুর ঘটনার প্রতিবাদে শুক্রবার বেলা ১২টায় করুণাময়ীতেই প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে এসএফআই এবং ডিওয়াইএফআই।