বিজেপিতে যোগ দেওয়ার পর শুভেন্দু অধিকারী বলেছিলেন, মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘পদ্ম ফুটবে’। এবার কিন্তু সেই দাবি বাস্তবে ঘটতে চলেছে বলে জল্পনা। আর তা ছড়িয়েছে তাঁর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে। সত্যিই কি তাঁর বিজেপিতে যোগদানের সম্ভাবনা রয়েছে? এই নিয়ে মুখ খুললেন কার্তিকবাবু নিজে। আর তাতেই অস্বস্তি বাড়ল তৃণমূলের।
সূত্রের খবর, বিজেপির সঙ্গে কার্তিকবাবুর যোগাযোগ হয়েছে। কার্তিকবাবুকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘সবটাই এখনও আলোচনার স্তরে। আমি কোনও সিদ্ধান্ত নিইনি। এখনও বিষয়টা সেই পর্যায়ে যায়নি।’ শুভেন্দু যে ফাঁকা হুঁশিয়ারি দেননি তা অন্তত বুঝিয়ে দিয়েছেন কার্তিকবাবু। আলোচনা চালাচ্ছেন কে? এই প্রশ্নের উত্তরে বিজেপি নেতা সায়ন্তন বসু বলেন, ‘কার্তিকবাবুর সঙ্গে বিজেপির কেউ যোগাযোগ করেনি। কাউকে এই ব্যাপারে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানি না।’ এতেই প্রশ্ন উঠছে, তাহলে কি মুখ্যমন্ত্রীর ঘরে হানা দিতে চলেছেন শুভেন্দু?
উল্লেখ্য, মমতার মুখ্যমন্ত্রিত্বের ১০ বছরে রাজনীতির সামনের সারিতে কার্তিকবাবুকে দেখা যায়নি। ক্লাব এবং সামাজিক সংগঠনের মধ্যেই তাঁর গতিবিধি সীমাবদ্ধ ছিল। মমতা কার্তিকবাবুকে ‘জয় হিন্দ’ নামক একটি সাংস্কৃতিক সংগঠনের দায়িত্ব দিয়েছিলেন। সূত্রের খবর, ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কার্তিকবাবুর সম্পর্ক ভাল নয়। তাই দলের কাজকর্ম থেকে নিজেকে গুটিয়ে রাখেন তিনি।
তৃণমূল থেকে গেরুয়া শিবিরে যোগদানের দরজাটি আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে বলে মঙ্গলবারই জানিয়েছেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। ঝাঁকে ঝাঁকে নেতানেত্রী দলবদল করে গেরুয়া শিবিরে যোগদান করায় বিজেপি শিবিরেও বিতর্ক তৈরি হচ্ছে। তাহলে কার্তিকবাবুর যোগদান হবে কি করে? উঠছে প্রশ্ন।