ঘোষণা হয়ে গেল কর্ণাটক বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট। দু-তিন দফায় নয়। মাত্র এক দফাতেই হবে ভোট গ্রহণ। আগামী ১০ মে কর্ণাটকে ভোট। ফলাফল ঘোষণা করা হবে ১৩ মে। মনোনয়ন জমা দেওয়া যাবে ২০ এপ্রিল পর্যন্ত। ২১ এপ্রিল পর্যন্ত মনোনয়ন তুলে নেওয়ার সময় পাবেন প্রার্থী। নয়াদিল্লির বিজ্ঞান ভবনের সংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার।
২২৪ আসনের কর্ণাটক বিধানসভার ৩৬টি আসন তফশিলি জাতির প্রতিনিধির জন্য সংরক্ষিত। ১৫টি সংরক্ষিত তফশিলি উপজতি প্রার্থীর জন্য। ৫ কোটি ২১ লক্ষ ৭৩ হাজার ৫৭৯ ভোটার এই নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এঁদের মধ্যে মহিলা ভোটারের সংখ্যা ২ কোটি ৫৯ লক্ষ। প্রথম ভোট দেবেন ৯ লক্ষ ১৭ হাজার ভোটার।কর্ণাটকে ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা ৫৮ হাজার ২৮২।
যাদের বয়স ৮০ বছরের উপরে, সেই সব ভোটারদের জন্য বাড়িতে বসে ভোট দেওয়ার বিশেষ বন্দোবস্ত করা হয়েছে কমিশনের তরফে। এছাড়াও প্রায় ৪১ হাজার রূপান্তরিত ব্যক্তি এবারে ভোটার তালিকায় নিজেদের নাম তুলেছেন বলে জানা গিয়েছে। তাঁদের ভোটগ্রহণের জন্যেও থাকছে বিশেষ ব্যবস্থা।