বিনোদন

ফের পুত্রসন্তানের মা হলেন করিনা

রবিবার দ্বিতীয় পুত্র সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী করিনা কাপুর খান। ফের খুশির হাওয়া পতৌদি পরিবারে। ২০১৬-তে প্রথমবার মা হয়েছিলেন করিনা কাপুর। রবিবার মুম্বইয়ের ব্রিঞ্জ ক্যান্ডি নার্সিংহোমে সন্তানের জন্ম দেন অভিনেত্রী। চিকিৎসকরা জানিয়েছেন,  মা ও সন্তান দু-জনেই সুস্থ রয়েছেন।

গতকালই তার বেবিবাম্প নিয়ে ফটোশুটের একটি ছবি প্রকাশ্যে আসে। দ্বিতীয়বার মা হওয়ার আগে নতুন করে ফটোশ্যুট করেন করিনা কাপুর খান। অভিনেত্রী যেখানে সাদা রঙের গাউন পরে ক্যামেরার সামনে হাজির হন। নিজের সোশ্যাল হ্যান্ডেলেই সেই ভিডিও শেয়ার করেন করিনা। কাউন্টডাউন শুরু হয়েগিয়েছিল চলতি সপ্তাহের মাঝামাঝি সময় থেকেই। গত বৃহস্পতিবারও করিনার মা ববিতা কাপুর, দিদি করিশমা কাপুর এসেছিলেন সইফ-করিনার বাড়িতে।